সালিশি সভায় মারধরে অভিযুক্ত বিজেপির পঞ্চায়েত সদস্য বেপাত্তা
বর্তমান | ২৮ অক্টোবর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: সালিশি সভায় মারধরে অভিযুক্ত বিজেপির পঞ্চায়েত সদস্য দিলীপ মিত্র বেপাত্তা। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস। জলপাইগুড়ির অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের ওই সদস্য বাড়িতে সালিশির নামে বাপ্পা মহন্ত নামে এক যুবককে ব্যাপক মারধর করেন বলে অভিযোগ। ঘটনার জেরে ‘অপমানিত’ হয়ে বাপ্পা চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। এই ঘটনায় মৃতের দাদা ওই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ জানানো হয় মৃতের স্ত্রী শুক্লা মহন্তর নামেও।
মৃতের পরিবারের অভিযোগ, সালিশিতে মারধরের সময় সামনে দাঁড়িয়ে থেকেও প্রতিবাদ করেননি শুক্লা। বরং তিনি পরোক্ষভাবে স্বামীকে মারধরে ইন্ধন জুগিয়েছেন। পুলিস জানিয়েছে, ওই বিজেপি পঞ্চায়েত সদস্য সহ আরও কয়েকজনের নামে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা দায়ের হয়েছে। মৃতের স্ত্রীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছিল। তার জেল হেফাজত হয়েছে।