বারোবিশায় ইলেকট্রনিক্স সামগ্রীর গোডাউনে আগুন, ক্ষতি ৩৫ লক্ষ
বর্তমান | ২৮ অক্টোবর ২০২৪
সংবাদদাতা, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকের বারোবিশায় একটি ইলেকট্রনিক্স সামগ্রীর গোডাউনে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। আগুনে আনুমানিক ৩৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গোডাউনের ভিতরে থাকা বহু কম্পিউটার, ল্যাপটপ, সিসি ক্যামেরা, প্রিন্টার সহ অন্যান্য সামগ্রী পুড়ে গিয়েছে। রবিবার এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, রবিবার ভোরে উজ্জ্বল সেনের দোকানের পিছনে থাকা গোডাউনে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় বারোবিশা দমকল কেন্দ্রে। একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না। খবর পেয়ে আলিপুরদুয়ার থেকে দমকলের আরেকটি ইঞ্জিন আসে। এরপর ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বারোবিশা ফাঁড়ির পুলিসও আগুন নেভানোর কাজে নামে। তবে কীভাবে আগুন লাগল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে ক্ষতিগ্রস্ত গোডাউনটি পরিদর্শন করেন ভল্কা-বারোবিশা ১ পঞ্চায়েতের প্রধান অনিমা রায়, উপপ্রধান রাজীব তির্কি প্রমুখ। তাঁরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন। পঞ্চায়েত প্রধান বলেন, খুবই দুঃখজনক ঘটনা। আমরা ক্ষতিগ্রস্ত উজ্জ্বলবাবুর পাশে আছি। যেহেতু শীতকাল আসছে, তাই এই সময়ে সবার সাবধানে থাকা উচিত। উপ প্রধান রাজীব তির্কি বলেন, আমাদের এলাকায় এর আগে এত বড় ক্ষয়ক্ষতি হয়নি। এই ঘটনায় আমরা সবাই মর্মাহত। আমরা ওই পরিবারের পাশে রয়েছি। ব্যবসায়ী উজ্জ্বল সেন বলেন, গোডাউনের ভিতরে থাকা সব জিনিস পুড়ে ছাই হয়ে গিয়েছে। আমার ৩৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে কী করব, ঠিক বুঝে উঠতে পারছি না। দমকল জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে।