ডাম্পারের সঙ্গে সংঘর্ষ, পা কাটা গেল কিশোর বাইকচালকের
বর্তমান | ২৮ অক্টোবর ২০২৪
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে পা খোয়ালো বছর সতেরোর বাইকচালক। রবিবার সকাল সাড়ে নয়টা নাগাদ হরিশ্চন্দ্রপুরের ভালুকাগামী রাজ্য সড়কে খোলসামারি ব্রিজের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। জখম কিশোরের নাম জীবন আলি। তার বাড়ি হরিশ্চন্দ্রপুরের আলিপুর গ্রামে।
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। উত্তেজিত জনতা ডাম্পারটিকে আটকে রেখে ভাঙচুর চালায়। ঘটনার পর চালক পলাতক রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ডাম্পারটিকে আটক করেছে পুলিস।
জীবন বাড়ি থেকে গাঙ্গোর গ্রামে পিসির বাড়িতে আধার কার্ড দিতে যাচ্ছিল। অপরদিক থেকে আসছিল বালিভর্তি ডাম্পারটি। খোলসামারি ব্রিজের কাছে বাইকের সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে কিশোরের বাঁ পা কেটে আলাদা হয়ে যায় ও ডান পা ভেঙে যায়। পরিবারের লোকেরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসক চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করে দেন।
তবে পরিবারের লোকেরা উন্নত চিকিৎসার জন্য বিহারের পূর্ণিয়া নিয়ে যান। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন, ডাম্পারটিকে আটক করা হয়েছে। চালকের খোঁজ চলছে।