নভেম্বরের মধ্যেই প্রধান শিক্ষক নিয়োগ বিজয়ার মঞ্চে আশ্বাস সংসদের চেয়ারম্যানের
বর্তমান | ২৮ অক্টোবর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: নভেম্বর মাসের মধ্যেই জলপাইগুড়ি জেলায় প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগ শেষ হবে। রবিবার তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের বিজয়া সম্মিলনিতে যোগ দিয়ে এমনই আশ্বাস দিলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান লৈক্ষ্যমোহন রায়। তিনি বলেন, গোটা জেলায় প্রাথমিকে প্রায় ন’শো প্রধান শিক্ষক নিয়োগ হবে। তার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। নভেম্বরের মধ্যেই সবটা শেষ করা হবে। ওয়েস্ট বেঙ্গল তৃণমূল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলা সহ সভাপতি নিমাই পাল বলেন, জেলার বিভিন্ন এলাকা থেকে দু’শো শিক্ষক এদিনের বিজয়া সম্মিলনিতে যোগ দিয়েছিলেন। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সংগঠন ও দলের কাজকর্ম নিয়ে আলোচনা হয়েছে। আর জি কর ইস্যুতে বিচারের দাবিতে আন্দোলন করা চিকিৎসকদের একাংশের যেভাবে ‘মুখোশ’ সামনে আসছে, তাতে স্পষ্ট নির্দিষ্ট এজেন্ডা নিয়ে সরকারকে বিপাকে ফেলায় তাঁদের মূল লক্ষ্য ছিল। কিন্তু এখন ধীরে ধীরে সবটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। গ্রামেগঞ্জে এই বিষয়টি নিয়ে আমাদের শিক্ষক সংগঠন প্রচার করবে। পাশাপাশি রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকর্মগুলিও তুলে ধরা হবে।