• স্ত্রীকে ফিরে পেতে ধর্না স্বামীর
    বর্তমান | ২৮ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, হলদিবাড়ি: স্ত্রীকে ফিরে পেতে স্ত্রীর জামাইবাবুর বাড়ির সামনে ধর্নায় বসলেন স্বামী। রবিবার সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটে হলদিবাড়ি ব্লকের বক্সিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ভোলারহাট বাজার সংলগ্ন এলাকায়। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির পূর্ব শালবাড়ি এলাকার যুবকের সঙ্গে ওই এলাকার এক যুবতীর সাত মাস আগে রেজিস্ট্রি করে বিয়ে হয়। কিন্তু দু’মাস ধরে স্বামী স্ত্রীর মধ্যে যোগাযোগ বন্ধ। এরপরই এদিন ধূপগুড়ি থেকে এসে স্ত্রীকে ফিরে পেতে স্ত্রীর জামাইবাবুর বাড়ির সামনে ধর্নায় বসেন ওই যুবক। স্ত্রীর জামাইবাবু যুবককে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে হলদিবাড়ি থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে থানায় নিয়ে আসে। পুলিস জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।  
  • Link to this news (বর্তমান)