সংবাদদাতা, দেওয়ানহাট: দীর্ঘদিন থেকে বেহাল রাস্তা। রবিবার সকালে রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন কোচবিহার ৩ নম্বর ওয়ার্ডের গোরস্থানের বাসিন্দারা। এদিন প্রায় একঘণ্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। ঘটনার খবর পেয়ে আসে কাউন্সিলার মায়া সাহা। তাঁকেও বিক্ষোভে দেখান ক্ষুব্ধ বাসিন্দারা। পরবর্তীতে পুলিস এসে বিক্ষোভকারীদের বুঝিয়ে অবরোধ তুলে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে।