• বাইকের ধাক্কায় মৃত্যু
    বর্তমান | ২৮ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, ফালাকাটা: শনিবার মাঝরাতে বাইকের ধাক্কায় মৃত্যু হল পথ চলতি এক ব্যক্তির। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম বিপ্লবচন্দ্র দে(৪৫)। তাঁর বাড়ি অসমে। তিনি মুক্তিপাড়ায় ভাড়া থাকতেন। 


    এদিন রাতে পশ্চিম ফালাকাটার একটি রেস্তোরাঁয় খাবার খান। তারপর রাস্তায়  দাঁড়িয়ে ফোনে কথা বলার সময় উল্টোদিক থেকে একটি বাইক এসে তাঁকে ধাক্কা মারে। জখম অবস্থায় ওই ব্যক্তিকে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। ফালাকাটা ট্রাফিক ওসি সাদিকুর রহমান বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বাইকটি আটক করা হয়েছে। বাইক চালক চিকিৎসাধীন।
  • Link to this news (বর্তমান)