সংবাদদাতা, নাগরাকাটা: রবিবার বিকেলে মাল ব্লকের ওদলাবাড়ি চা বাগানের ক্রান্তি রোডের শিমূল লাইন থেকে উদ্ধার হল একটি ৫ ফুটের পঙ্খীরাজ সাপ। বৈকুণ্ঠপুর বন্যপ্রাণ বিভাগের বন কর্মীরা সপাটিকে দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর উদ্ধার করেন। এদিন লও কুমার সিংয়ের বাড়িতে সাপটিকে দেখা যায়। এরপর সাপটি একটি গ্যারেজে ঘরে ঢুকে যায়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। এরপর খবর দেওয়া হয় বৈকুণ্ঠপুর বন্যপ্রাণ বিভাগে। তারা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।