সংবাদদাতা, ধূপগুড়ি: বিজয়া সম্মিলনিতে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন পঞ্চায়েত সদস্য। এছাড়াও সিপিএম এবং বিজেপি থেকে ৫০ জনের মতো কর্মী তৃণমূলে যোগদান করেন। রবিবার ধূপগুড়ির ঠাকুরপাঠ ক্লাব ময়দানে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনি হয়। উপস্থিত ছিলেন জলপাইগুড়ির তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ, ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায়, তৃণমূল কংগ্রেসের গ্রামীণ ব্লক সভাপতি মলয় রায়, যুব সভাপতি ধরণী রায় সহ তৃণমূলের কর্মী ও সমর্থকরা।