• ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু নেই, ‘মন কি বাত’-এ প্রতারণার নয়া ছক নিয়ে সতর্কবার্তা মোদির
    বর্তমান | ২৮ অক্টোবর ২০২৪
  • নয়াদিল্লি: ‘ডিজিটাল অ্যারেস্ট’। প্রতারকদের খপ্পরে পড়ে নিমেষের মধ্যে গায়েব হয়ে যাচ্ছে কষ্টার্জিত অর্থ। বর্তমানে সাইবার জালিয়াতির এই নতুন কায়দার শিকার হয়েছেন অনেকেই। রবিবার ১১৫তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রতারকদের এই নয়া ছক  নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এব্যপারে তিনি সবাইকে সাবধান ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। মোদি বলেন, ‘দেশের আইন ব্যবস্থায় ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু নেই। এটা প্রতারণা। মিথ্যে ছাড়া কিছু নয়। এই কাজের সঙ্গে যুক্তরা সমাজের শত্রু।’ 


    প্রধানমন্ত্রী জানান, সাইবার প্রতারণা রুখতে বিভিন্ন রাজ্যের প্রশাসনের সঙ্গে যৌথভাবে কাজ করছে তদন্তকারী সংস্থাগুলি। এই কাজে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে ইতিমধ্যে ন্যাশনাল সাইবার কোঅরিডনেশন সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। মোদির কথায়, ‘এই প্রকল্পের সাহায্যে দেশবাসীকে সাইবার প্রতারণার হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। ডিজিট্যাল অ্যারেস্ট নিয়ে সতর্ক থাকুন। কোনও সংস্থা তদন্তের স্বার্থে আপনাকে ফোন বা ভিডিও কল করবে না। কিন্তু প্রতারকরা পুলিস, সিবিআই, নার্কোটিক্স, আরবিআই আধিকারিকদের পরিচয় ব্যবহার করে।’ তিনি আরও বলেন, ‘প্রথমে প্রতারকরা আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে। এরপর ভয় দেখিয়ে টাকা আদায়ের চাপ দেয় তারা। এর খপ্পরে পড়ে কষ্টার্জিত অর্থ  হারাচ্ছে মানুষ। তাই এই ধরনের ফোন পেলে কখনও ভয় পাবেন না।’ 


    এদিন ‘ছোটা ভীম’, ‘মোটু পাতলু’ সহ দেশীয় কার্টুন চরিত্রের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী বলেন, অ্যানিমেশনের দুনিয়ায় বিপ্লব সৃষ্টি করতে চলেছে ভারত। মোদির কথায়, ‘টিভিতে ছোটা ভীম দেখার শুরুর দিনগুলি শিশুরা আজও ভুলতে পারে না। আজ দেশের পাশাপাশি বিদেশেও সমান সমাদৃত ছোটা ভীম। পাশাপাশি কৃষ্ণ, হনুমান, মোটু পাতলুর মতো কার্টুনও যথেষ্ট বিখ্যাত।’ 


    একইসঙ্গে সর্দার বল্লভভাই প্যাটেল ও বীরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন করার কথাও ঘোষণা করেন প্রধানমন্ত্রী। 
  • Link to this news (বর্তমান)