• পিএম গ্রামীণ সড়ক যোজনায় বাংলা ব্রাত্য দু’বছর বঞ্চনার পিছনে রাজনীতি দেখছে রাজ্য সরকার
    বর্তমান | ২৮ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় (পিএমজিএসওয়াই) এক কিমি রাস্তার অনুমোদনও পায়নি বাংলা। আগামী মাসে পূর্ণ হবে এই মারাত্মক কেন্দ্রীয় বঞ্চনার দু’বছর। রাজ্যের জন্য মোদি সরকার এই প্রকল্পের শেষ অনুমোদন দিয়েছিল ২০২২ সালে নভেম্বরে। তারপর থেকে সাড়ে পাঁচ হাজার কিমি গ্রামীণ সড়ক তৈরির অনুমোদন চাওয়া হয়েছে রাজ্যের তরফে। তবে ডাবল ইঞ্জিনসহ অন্যান্য রাজ্যের গ্রামীণ রাস্তার জন্য যথারীতি দেওয়া হয়েছিল কোটি কোটি টাকা। শুধু বঞ্চনা করা হয় গ্রাম বাংলারই মানুষের সঙ্গে। অন্যান্য রাজ্যের তুলনায় বাংলায় কাজের অগ্রগতি ভালো হওয়া সত্ত্বেও এই কাণ্ড—এরাজ্যের পঞ্চায়েত এলাকায় রাস্তা তৈরির জন্য গত দু’বছরে একটি টাকাও বরাদ্দ করেনি মোদি সরকার। 


    কোনও কারণ ছাড়াই নতুন করে বরাদ্দ না-দেওয়ায়, এর পিছনে রাজনৈতিক কারণই অনুমান করছে রাজ্য প্রশাসন। এই বিষয়ে পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখেই কাজ করে বাংলার প্রশাসন। প্রতিটি স্তরের ইউটিলাইজেশন সার্টিফিকেট (ইউসি)-সহ অডিট সংক্রান্ত যাবতীয় তথ্য যথাসম঩য়েই কেন্দ্রকে পাঠানো হয়। ফলে রাজ্যকে নতুন বরাদ্দ না-দেওয়ার কোনও যুক্তিগ্রাহ্য কারণ নেই। স্বভাবতই পরিষ্কার যে, বিরোধী দলের রাজ্য সরকার বলেই বাংলার মানুষের সঙ্গে কেন্দ্র এই বিমাতৃসুলভ আচরণ করছে।


    সূত্রের খবর, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা-৩ মারফত ২০২২ সালের নভেম্বরে ৮৫৭ কিমি রাস্তা তৈরির অনুমোদন মেলে। ৫৪৮ কোটি টাকার এই কাজের অধিকাংশই শেষ করে ফেলেছে রাজ্য। কাজটি চলতে চলতেই ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবর্ষে আরও সাড়ে পাঁচ হাজার কিমি কাজের অনুমোদন চাওয়া হয়। তার জন্য প্রয়োজন প্রায় চার হাজার কোটি টাকা। তার একাংশ রাজ্যও দেবে। কিন্তু, এই সংক্রান্ত একটি টাকারও কাজের বরাদ্দ গত দু’বছরে কেন্দ্র দেয়নি। এক আধিকারিক জানান, বাংলায় পিএমজিএসওয়াইয়ের কাজের গুণমান যাচাইয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠিয়েছিল মোদি সরকার। তারা এসেও রাজ্যের কাজে কোনও গলদ খুঁজে পায়নি। উল্টে তাঁরা রাজ্যকে ‘ক্লিনচিট’ দিয়েই চিঠি দিয়েছে। তা সত্ত্বেও গত দু’বছরে এই প্রকল্পের বাংলার জন্য বরাদ্দ স্রেফ শূন্য!অন্যদিকে, ২০২৪-এর বাজেটে পিএমজিএসওয়াই-৪ প্রকল্পের ঘোষণা করেছে কেন্দ্র। তার জন্য সারা দেশে প্রায় ১.৩০ লক্ষ কোটি টাকার খরচও ধরা হয়েছে। তবে, কেন্দ্র পিএমজিএসওয়াই-৪ সংক্রান্ত গাইডলাইন এখনও জারি করা হয়নি। ফলে বাজেটের এত মাস পরেও এই প্রকল্প নিয়ে রাজ্যগুলি অন্ধকারেই রয়েছে। এসবেরই মধ্যে শুধুমাত্র রাজ্যের কোষাগার থেকে খরচ করে ১৫ হাজার কিমির বেশি গ্রামীণ রাস্তা তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
  • Link to this news (বর্তমান)