সংবাদদাতা, উলুবেড়িয়া: কালীপুজোকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি সেজে উঠছে উলুবেড়িয়ার খলিশানী কালীতলা। সুদৃশ্য মণ্ডপ থেকে চোখ ধাঁধানো আলোকসজ্জা দেখতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন এখানে। শুধু তাই নয়, সারা বছরের পাশাপাশি কালীপুজোর বিশেষ দিনে কয়েকশো বছরের প্রাচীন খালিশানীর দক্ষিণা কালীর মন্দিরে বুড়িমার কাছে মনষ্কামনা জানাতে ছুটে আসেন ভক্তরা।