• ময়দানে কাদা,  কালীপুজোর আগে শেষ রবিবারও বসল না বাজি বাজার
    বর্তমান | ২৮ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঠিক ছিল ২৬ তারিখ থেকে শহিদ মিনার সংলগ্ন ময়দানে শুরু হবে বাজি বাজার। কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে নির্দিষ্ট সময়ে বাজার শুরু নিয়ে সন্দিহান ছিল ব্যবসায়ী মহল। রবিবার দুপুরে বাস্তবিকই দেখা গেল আশঙ্কা সত্যি করে ময়দানে কাদায় পরিপূর্ণ। ফলে বাজার শুরু করা গেল না। এখন চলছে স্টল তৈরির কাজ। তবে দক্ষিণ কলকাতার কালিকাপুরে বাজি বাজারের উদ্বোধন হয়ে গিয়েছে রবিবার। আর উত্তর কলকাতার টালা পার্কের বাজি বাজার সোমবার থেকে খুলে যাবে। কিন্তু ময়দানের বাজার কবে খুলবে? বড়বাজার ফায়ার ওয়ার্কস অ্যাসোশিয়েসনের কর্মাধ্যক্ষ শান্তনু দত্ত বললেন, ‘প্রাকৃতিক দুর্যোগের কাছে আমাদের হাত-পা বাঁধা। প্রবল বৃষ্টিতে ময়দানের অবস্থা বেহাল। এখন জোরকদমে কাজ চলছে। আশা করছি সোমবার দুপুরের মধ্যে দোকান বসে যাবে। ক্রেতারা এসে পছন্দমতো বাজি কিনতেও পারবেন।’ এ সপ্তাহের বৃহস্পতিবার পড়েছে কালীপুজো। অর্থাত্ পুজোক আগে হাতে মাত্র তিনদিন রয়েছে। কালীপুজো, দীপাবলির আগে শেষ রবিবারও কেটে গেল। কিন্তু বাজি বাজারে দোকান দিতে আসা ব্যবসায়ীরা এখনও পর্যন্ত খাতা খুলতে পারলেন না। ব্যবসায়ীরা মনে করছেন, ডানা ঘূর্ণিঝড় এ বছর বাজার বসাতে বেশ সমস্যা তৈরি করল। শেষ রবিবারের আশায় অনেকেই বসেছিলেন। কিন্তু নতুন করে বৃষ্টি না হলেও মাঠ ভরে জল-কাদায়। এদিকে শিবকাশি থেকে বাজি চলে এসেছে। সেগুলো এখনও গো ডাউনে পড়ে রয়েছে। অনেকেই ময়দানের বাজি বাজার থেকে সবুজ বাজি কেনার জন্য অপেক্ষা করেন। অনেকের মতে, পুলিস অনুমোদিত এই বাজারেই সঠিক সবুজ বাজি পাওয়া যায়। ফলে বাজার খোলার অপেক্ষায় অধীর আগ্রহ সব পক্ষের। 
  • Link to this news (বর্তমান)