ভবানীপুরে ফুটপাতের উপরে চলছে গাড়ি ও বাইক পার্কিং, নিত্য সমস্যায় এলাকাবাসী
বর্তমান | ২৮ অক্টোবর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফুটপাতে ‘ফুট’ ফেলার জায়গা নেই! জায়গা দখল করে নিয়েছে গাড়ি। কোথাও সেই গাড়ির চারটি চাকাই ফুটপাতের উপরে। কোথাও আবার ফুটপাত সঙ্কীর্ণ হওয়ায় দু’টি চাকা ফুটপাতে, বাকি দু’টি রাস্তার উপর। ভবানীপুর থানা এলাকার একাধিক জায়গায় এমনই দৃশ্য আকছার চোখে পড়ে। এর জন্য নিত্য সমস্যায় পড়তে হচ্ছে পথচারীদের। ফুটপাত ছেড়ে রাস্তায় নেমে হাঁটতে বাধ্য হচ্ছেন প্রবীণ নাগরিকরা। অসন্তোষ বাড়ছে মানুষের।
‘অবসর’-এর দুর্গাপুজো যেখানে হয়, তার কাছেই চলছে কালীপুজোর তোড়জোড়। পাশেই বড় রাস্তা। রয়েছে ফুটপাতও। সেখানেই দেখা গেল, রাস্তা ছেড়ে চারচাকার গাড়ি ফুটপাতের অনেকটা দখল করে রয়েছে। সেখানেই দিনের পর দিন পার্ক করা থাকে গাড়িটি। সেটিতে আবার ‘ডিফেন্স’ লেখা স্টিকারও সাঁটানো রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সকালে গাড়িটি থাকে না। সন্ধ্যার পর ফিরে আসে ঠিক এখানে। রবিবার সারাদিন ফুটপাতের উপরেই পড়ে থাকে গাড়িটি। জানা গিয়েছে, বাড়ির সামনেই ফুটপাতের উপরে গাড়িটি পার্ক করে রাখেন গাড়ির মালিক। এলাকাবাসীর দাবি, বারবার এনিয়ে বলা হলেও কানে তোলেননি ওই ব্যক্তি। এলাকায় গিয়ে আরও দেখা গেল, শুধুমাত্র গাড়ি নয়, একাধিক বাইকও পার্ক করা রয়েছে ফুটপাতের উপর। ফলে হাঁটাচলার পথ প্রায় অবরুদ্ধ। ওই এলাকারই বাসিন্দা বিশেষভাবে সক্ষম এক যুবক বলেন, ‘এভাবে গাড়ি রাখার জন্য হাঁটাচলাই দায়। কষ্ট হলেও রাস্তায় নেমে হাঁটতে হয়।’
একই অবস্থা এলগিন রোডেও। নামী শপিং মলের কাছে রাস্তার ফুটপাতের উপরেই টেম্পো ট্রাভেলার, ট্যাক্সি থেকে শুরু করে প্রাইভেট গাড়ির দখলদারি। রাত হলেই ফুটপাত ভরে যাচ্ছে গাড়ির সারিতে। সংবাদমাধ্যমের ক্যামেরায় ছবি উঠতে দেখে অনেকে গাড়ি সরিয়ে নেন। সেই সব গাড়ির চালকদের দাবি, ‘রাস্তায় রাখলে পুলিস জরিমানা করে। ফুটপাতে রাখলে ক্যামেরায় ছবি উঠে যাচ্ছে। যত সমস্যা আমাদের।’ এ প্রসঙ্গে কলকাতা পুলিসের দাবি, অবৈধ পার্কি দেখলে জরিমানা করে ট্রাফিক গার্ডগুলি। রাতের বেলায়ও অভিযান চলে। রাতে পার্কিংয়ের জন্য শহরের বিভিন্ন জায়গায় পার্কিং লট নির্দিষ্ট করে দিয়েছে কলকাতা পুরসভা। রাস্তা বা ফুটপাত দখল না করে সেখানেই পার্কিং করা উচিত।’ নিজস্ব চিত্র