• গাড়ির ধাক্কা, জখম
    বর্তমান | ২৮ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পর্ণশ্রী থানা এলাকার বনমালী নস্কর রোডে দুর্ঘটনা। রবিবার সকাল ১১টা নাগাদ এক পথচারীকে ধাক্কা দেয় একটি গাড়ি। তার জেরে গুরুতর জখম হন এক প্রৌঢ়। আহতের নাম সুজয় চৌধুরী (৫১)। পর্ণশ্রী থানা এলাকার ব্যানার্জিপাড়া লেনের বাসিন্দা তিনি। মাথায় গুরুতর আঘাত লাগে তাঁর। ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রৌঢ়কে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা সঙ্কটজনক হওয়ায় পরে তাঁকে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়। সেখানেই ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে।


    অন্যদিকে, শনিবার মধ্যরাতে আনন্দপুর থানা এলাকার চৌবাগায় বাইক দুর্ঘটনায় জখন হন চালক ও আরোহী। আহতদের নাম রাথেশ্বর কোনাই (৩০) ও স্বপন হালদার (২৬)। দু’জনেই নোনাডাঙা এলাকার বাসিন্দা। দু’জনের অবস্থাই সঙ্কটজনক। তাঁদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)