সংবাদদাতা, বনগাঁ: আবারও রাস্তার পাশের গাছের ডাল ভেঙে বিপত্তি। অল্পের জন্য রক্ষা পথচলতি মানুষের। তবে গাছের ডাল ভেঙে পড়ায় রাস্তার পাশের একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পেট্রাপোল থানার রাখালদাস স্কুল সংলগ্ন যশোর রোডে। জানা গিয়েছে, এদিন দুপুরে আচমকা রাস্তার পাশের একটি শিশু গাছের বিশাল ডাল ভেঙে পড়ে। সেই সময় রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করলেও গাছের ডাল ভেঙে পড়তে দেখে তারা পালিয়ে যান। এদিন পেট্রাপোল সীমান্তে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আকাশ পথে এলেও এদিন সীমান্তে বহু ভিআইপি এসেছিলেন। ছিলেন প্রশাসনের কর্তারা। গাছের ডাল ভেঙে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়তে হয় তাঁদের। ঘুরে পথে যেতে হয়। এই ঘটনায় যশোর রোডে তীব্র যানজটেরও সৃষ্টি হয়।