• নন্দীগ্রামে ফের পত পত করে উড়ল গেরুয়া পতাকা, হেরে ভূত তৃণমূল
    হিন্দুস্তান টাইমস | ২৮ অক্টোবর ২০২৪
  • রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে কৃষি সমবায়ে বিপুল জয় পেল বিজেপি। গেরুয়া ঝড়ে কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গেল তৃণমূল। রবিবার নন্দীগ্রামের মহেশপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতির নির্বাচনের ফল প্রকাশ হলে দেখা যায় শিবরাত্রির সলতের মতো টিকে রয়েছে শাসকদল তৃণমূল। এই জয়ে উচ্ছ্বসিত দলীয় নেতারা।

    রবিবার সমবায় নির্বাচনে ছিল টান টান উত্তেজনা। ছিল ব্যাপক নিরাপত্তার আয়োজন। ভোটগ্রহণ চলাকালীন ২ পক্ষের বিবাদে একাধিকবার উত্তেজনা ছড়ায়। ফল প্রকাশ হলে দেখা যায় সমবায়ের ১২টি আসনের মধ্যে ১১টিতেই জিতেছেন বিজেপি সমর্থিত প্রার্থীরা। এর পরই উৎসবে মেতে ওঠেন তাঁরা।

    ২০২১ সালে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে শুভেন্দু অধিকারীর সঙ্গে টক্কর নিতে গিয়ে পরাজিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর থেকেই নন্দীগ্রামে ছন্নছাড়া দশা তৃণমূলের। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের মতে নন্দীগ্রামে দলেরই একাংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের জন্য দায়ী। এর পরই সেখানকার তৃণমূল নেতাদের কার্যত বসিয়ে দেয় নেতৃত্ব। নন্দীগ্রামে দলের দায়িত্ব দেওয়া হয় কুণাল ঘোষ, পূর্ণেন্দু বসু, দোলা সেন, দেবাংশু ভট্টাচার্যদের। কিন্তু শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ দেওয়ার মতো সংগঠন যে তাঁরা তৈরি করতে পারেননি তা ফের স্পষ্ট হল এই নির্বাচনে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)