• ‘ডেনা’র প্রভাব কাটতেই বদলাচ্ছে আকাশ, সপ্তাহভর মূলত শুষ্কই, তবে হালকা বৃষ্টির সম্ভাবনা কালীপুজোয়
    আনন্দবাজার | ২৮ অক্টোবর ২০২৪
  • ‘ডেনা’র প্রভাব কাটতেই ফের বদলাতে শুরু করেছে আকাশের হাবভাব। আপাতত রাজ্যের কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্ত ভাবে দু’-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহভর এমনই থাকবে আকাশ। অর্থাৎ কালীপুজো বা দীপাবলির সময়েও রাজ্যে কোনও কোনও অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও কালীপুজোর পর থেকেই আবহাওয়া বদলাতে শুরু করবে দক্ষিণের একাধিক জেলায়।

    আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সপ্তাহের শেষের দিক থেকে কলকাতা-সহ দক্ষিণের একাধিক জেলায় আবহাওয়া বদলাতে পারে। কলকাতা ও সংলগ্ন দুই জেলা— হাওড়া ও হুগলিতে শনিবার থেকে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। পাশাপাশি ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতেও শনি-রবিবারের আকাশ মোটের উপর শুষ্ক থাকবে। সোমবার সকাল থেকে কলকাতার আকাশ আংশিক মেঘলা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

    কালীপুজোয় উত্তরবঙ্গেও একাধিক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও হতে পারে। দুই পার্বত্য জেলা— দার্জিলিং, কালিম্পঙের পাশাপাশি আলিপুরদুয়ারেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া উত্তরের বাকি জেলাগুলির আকাশ মোটের উপর পরিষ্কারই থাকবে। কোনও কোনও জায়গায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

  • Link to this news (আনন্দবাজার)