৮ দফা দাবি, এবার মুখ্যসচিবকে ইমেল জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠনের
আজ তক | ২৮ অক্টোবর ২০২৪
আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফোরামকে নিশানা ডাক্তারদের নয়া সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশনের। মুখ্যসচিব মনোজ পন্থের কাছে ৮ দফা দাবিতে চিঠি লেখা হয়েছে ওই সংগঠনের তরফে। সেই চিঠিতে নিশানা করা হয়েছে আন্দোলনকারীদের সংগঠনকে। রবিবার রাতে করা এই ইমেলের কপি পাঠানো হয়েছে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে।
প্রসঙ্গত, উপরের যে আট দফা দাবি করা হয়েছে তার মধ্যে একাধিক দাবি আগেও জানিয়েছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফোরাম। সেদিক থেকে দেখলে বেশ কয়েকটি দাবির সাযুজ্য রয়েছে।
উল্লেখ্য শনিবার দুপুরে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার ডক্টরস অ্যাসোসিয়েশন নামে এক নবগঠিত সংগঠন। পথ চলা শুরু করেই তাদের তরফে ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার ডক্টরস ফোরামের বিরুদ্ধে অভিযোগ করা হয়। আন্দোলনপর্বে ৪.৭৫ কোটি টাকা তুলেছেন অনিকেতরা। এমন দাবি করা হয় নতুন সংগঠনের তরফে।