হাওড়ায় পানশালায় এক হোটেল ব্যবসায়ীর দাদাগিরি! চাঞ্চল্য
বর্তমান | ২৮ অক্টোবর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পানশালায় মদ্যপান করার সময়ে বচসা। দুই ব্যক্তিকে মারধরের অভিযোগ। গতকাল, রবিবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার একটি পানশালায়। হামলার অভিযোগ এক হোটেল ব্যবসায়ীর বিরুদ্ধে। পুলিস সূত্রে জানা গিয়েছে, গতকাল গোলাবাড়ি থানা এলাকার একটি পানশালায় বসে মদ্যপান করছিলেন ওই দুই ব্যক্তি। পাশের টেবিলে বসেই বন্ধুদের সঙ্গে মদ্যপান করছিলেন ওই হোটেল ব্যবসায়ীও। কোনও কারণে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। অভিযোগ, তারপরেই দলবল নিয়ে ওই দুই ব্যক্তির উপর হামলা চালান হোটেল ব্যবসায়ী। এমনকী ওই দুই ব্যক্তির মাথায় মদের বোতলও ভাঙেন তিনি। বাধা দিতে গেলে ওই পানশালার কর্মীদেরও বেধড়ক মারধর করে ওই হোটেল ব্যবসায়ীর দলবল। এমনকী মারধরের হাত থেকে বাঁচতে যখন পালিয়ে যাচ্ছিলেন ওই পানশালার দুই কর্মী, অভিযোগ, তাঁদেরও রাস্তায় ফেলে মারধর করেন অভিযুক্তরা। গোটা ঘটনাটি ওই পানশালার সিসিটিভিতে রেকর্ড করা হয়েছে। ইতিমধ্যেই ওই হোটেল ব্যবসায়ীর নামে থানায় এফআইআর দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে গোলাবাড়ি থানার পুলিস। এই হামলার ঘটনায় জখম হয়েছেন পাঁচজন। সূত্রের খবর, অভিযুক্ত হোটেল ব্যবসায়ীর নামে আগেও অপরাধমূলক কাজকর্মে জড়িত থাকার জন্য মামলা দায়ের হয়।