• প্রিন্স আনোয়ার শাহ রোডে ঝুপড়িতে আগুন, জখম ১
    বর্তমান | ২৮ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে সাত সকালেই ফের অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল। আজ, সোমবার অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে প্রিন্স আনোয়ার শাহ রোডের ধারে থাকা ঝুপড়িগুলিতে। জানা গিয়েছে, ওই এলাকার একটি ঝুপড়িতে স্কুটির ব্যাটারিতে চার্জ দেওয়ার সময়ে সেটি ফেটে যায়। তা থেকে আগুন ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, ওই ঝুপড়িতেই থাকা গ্যাসের সিলিন্ডারে সেই আগুন লাগে এবং তা থেকে বিস্ফোরণ হয়। তারপরেই ওই এলাকার আশেপাশে থাকা ঝুপড়িগুলিতে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় কমপক্ষে ৬ থেকে ৭টি ঝুপড়ি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটা ইঞ্জিন। দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গিয়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় এক যুবক গুরুতর জখম হয়েছেন বলে দমকল সূত্রে জানা গিয়েছে। তাঁর নাম রানা নস্কর(২২)। অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কীভাবে তিনি অগ্নিদগ্ধ হলেন খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, এলাকাটি ঘিঞ্জি হওয়ায় দমকলের কাজ করতে অসুবিধাও হয়েছে।
  • Link to this news (বর্তমান)