প্রকাশ্যে মঞ্চ থেকে সাংসদ সায়নী ঘোষ বলেন, যাঁরা দলকে বদনাম করার চেষ্টা করছেন এবং যাঁরা দলের নাম ভাঙিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করার চেষ্টা করছেন, মানুষকে নানান পরিষেবা দেবে বলে তাঁদের কাছ থেকে অর্থ নেওয়ার চেষ্টা করছেন, তাঁদের জুতো পেটা করবেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক খেটেখুটে এই দল তৈরি করেছেন। তাই যাঁরা নিজেদের পকেট ভরবেন বলে তৃণমূল করছেন, তাঁদের স্থান তৃণমূলে নেই বললেন সংসদ সায়নী ঘোষ।
অন্যদিকে বিধায়ক শওকাত মোল্লা বলেন, ভাঙড়ে গরিব মানুষের জন্য ১৭ হাজার ঘরের অনুমোদন পাস হয়ে রয়েছে। সেই ঘরের জন্য সার্ভে করছে। তাই আমাদের নেতাদের অনুরোধ করছি যে আপনারা কোনও গরিব মানুষের কাছ থেকে ঘরের জন্য কোনও টাকা নেবেন না। আর যদি কোনও নেতা টাকা চাইতে যান, তাহলে তাঁর গালে থাপ্পড় মারবেন। তারপর আমাদের খবর দেবেন। কারণ এই ঘরের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন। অনেক কষ্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালাচ্ছেন, এমনটাও বলেন বিধায়ক শওকাত মোল্লা।