বিধান নস্কর, দমদম: ফের বিমানে বোমাতঙ্ক। এবার বেঙ্গালুরু-দমদম বিমানে বোমা রয়েছে বলেই হুমকি। সোশাল মিডিয়ায় লাগাতার হুমকি পোস্টে আতঙ্ক তৈরি হয়েছে। আপাতত ওই বিমানটিকে আইসোলেশন বে-তে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে।
দমদম বিমানবন্দর সূত্রে খবর, ভিস্তারা এয়ারওয়েজের বেঙ্গালুরু থেকে দমদমগামী বিমানে বোমা রাখা রয়েছে বলে হুমকি আসে। বিমানটি ৩টে ১০মিনিট নাগাদ দমদম বিমানবন্দরে অবতরণ করে। প্রত্যেক যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। সকলেই সুরক্ষিত রয়েছেন। এই মুহূর্তে বিমানটিকে আইসলেশন বে-তে রাখা হয়েছে। সেখানে বিমানটিকে পর্যবেক্ষণ করা হচ্ছে। আদতে বিমানের কোথাও বোমা রাখা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া আরও বেশ কয়েকটি বিমানে বোমা রাখা রয়েছে বলেও হুমকি দেওয়া হয়। সেই বিমানগুলিকেও চিহ্নিত করার কাজ চলছে। লাগাতার হুমকিতে দমদম বিমানবন্দরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]