• তৃণমূলের মঞ্চে উর্দি পরে বসে থানার আইসি
    হিন্দুস্তান টাইমস | ২৮ অক্টোবর ২০২৪
  • রাজ্যের থানাগুলি তৃণমূলের দলীয় দফতরে পরিণত হয়েছে বলে দাবি করে বিজেপিসহ বিরোধী দলগুলি। সেই অভিযোগ যে একেবারে মিথ্যা নয় তা ফের টের পাওয়া গেল মালদার মানিকচকে। সেখানে তৃণমূলের বিজয়া সম্মিলনীতে একেবারে উর্দি পরে মঞ্চে উঠে পড়লেন থানার আইসি। এই ঘটনা নিয়ে জেলার রাজনীতিতে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। এব্যাপারে অভিযুক্ত পুলিশ আধিকারিকের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাঁর বিরুদ্ধে এখনও কোনও শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করেননি জেলা পুলিশের আধিকারিকরা।

    রবিবার মালদার মানিকচকে ছিল ব্লক তৃণমূলের উদ্যোগে বিজয়া সম্মিলনী। সেখানে হাজির ছিলেন জেলা তৃণমূল সভাপতি তথা বিধায়ক আবদুর রহিম বক্সি, বিধায়ক সাবিত্রী মিত্রসহ জেলা তৃণমূলের তাবড় নেতা। মঞ্চে উর্দি পরা অবস্থায় প্রথম সারিতে বসে থাকতে দেখা যায় মালতিপুর থানার আইসি সুবীর কর্মকারকে। তৃণমূল নেতাদের মতোই তাঁর গলায় ছিল হলুদ উত্তরীয়। মঞ্চে বক্তব্যও রাখেন তিনি। বক্তব্য রাখার সময় আবদুর রহিম বক্সিকে জেলা তৃণমূল সভাপতি বলে সম্মোধন করেন।

    জগ সাধারণ মানুষ তৃণমূলকে ভক্তি করে না। তাই ভয় দেখিয়ে তাদের বশে রাখে তৃণমূল। সেই পরিকল্পনার অংশ হিসাবেই আইসিকে মঞ্চে তুলেছে তৃণমূল। তারা বার্তা দিতে চায়, শাসকদলের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করে বিচার পাওয়ার কোনও সম্ভাবনা নেই। কারণ পুলিশ তাদের পকেটে। কিন্তু মানুষ এখন জাগছে। তাই এসব করে মালদার মানুষকে তৃণমূল বাগে আনতে পারবে না।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)