কাপড় শুকানো নিয়ে বচসার জেরে বৃদ্ধকে পিটিয়ে খুন করল ২ প্রতিবেশী
হিন্দুস্তান টাইমস | ২৮ অক্টোবর ২০২৪
কাপড় শুকানো নিয়ে ঝামেলা। তার জেরে এক বৃদ্ধকে লাঠিপেটা করে খুন করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হালিশহরে। রবিবার রাতে প্রতিবেশী ২ যুবক ওই বৃদ্ধকে মারধর করে বলে অভিযোগ। তার ফলে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন বৃদ্ধ। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। একটি সাধারণ ঘটনার জন্য একজনকে খুন করায় অভিযুক্তদের শাস্তি দাবি জানিয়েছেন স্থানীয়রা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বৃদ্ধের নাম পরশনাথ সাউ । তার বাড়ি হালিশহর হুকুমচাঁদ জুট মিল সংলগ্ন বেলুড়পাড়ার ২০ নম্বর ওয়ার্ডে। রবিবার রাতে সেখানেই ঘটেছে ঘটনাটি। জানা গিয়েছে, প্রথমে পরশনাথের মেয়ের সঙ্গে ঝামেলা বাঁধে প্রতিবেশীদের। পরশনাথের মেয়ে বাড়ির সামনে কাপড় শুকোতে দিয়েছিলেন। তাই নিয়ে আপত্তি জানিয়েছিল প্রতিবেশীরা। শুধুমাত্র কাপড় শুকানোকে কেন্দ্র করে তাদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। এরপর পরশনাথ ঘর থেকে বেরিয়ে ঝগড়া থামানোর চেষ্টা করেন।
অভিযোগ সেই সময় প্রতিবেশী তিনজন মিলে তাকে মারধর করতে শুরু করে। এরপর একজন লাঠি নিয়ে এসে পরশনাথের মাথায় আঘাত করে। বৃদ্ধ বয়সে লাঠির আঘাত সইতে পারেননি পরশনাথ। তিনি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। সেইসঙ্গে তার নাক দিয়ে রক্তপাত হতে শুরু করে। এরপর আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি তাকে প্রথমে নৈহাটি হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে পরিবারের সদস্যরা কল্যাণীর জেএনএম হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয়রা অভিযোগ করছেন, বিকি চৌধুরী এবং অজয় চৌধুরী নামে দুজন যুবক তাকে মারধর করে। তার জেরেই বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনার পরে দু’জনেই এলাকা ছেড়ে পালিয়ে যায়। শুধমাত্র সামান্য একটি ঘটনার জন্য বৃদ্ধকে যেভাবে খুন করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা। এই ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। এদিকে, ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ যায়। পরিবারের সদস্যরা থানায় খুনের অভিযোগ দায়ের করেছে। তবে এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।