• নাবালিকার শ্লীলতাহানির চেষ্টা প্রতিবেশীর, ধরে উত্তম মধ্যম দিল গ্রামবাসী
    হিন্দুস্তান টাইমস | ২৮ অক্টোবর ২০২৪
  • নাবালিকাকে যৌন নির্যাতনের চেষ্টা করায় এক ব্যক্তিকে গণধোলাই দিল জনতা। ঘটনা শান্তিপুরের। ৭ বছরের নাবালিকাকে ফাঁকা বাড়িতে যৌন নির্যাতনের চেষ্টা করেন সামাদ শেখ নামে এক ব্যক্তি। তাঁকে গ্রেফতার করেছেন পুলিশ।

    শান্তিপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডে বাড়ি নাবালিকা। অভিযুক্ত তার প্রতিবেশী। নির্যাতিতার পরিবারের দাবি, রবিবার সকালে প্রতিবেশী সামাদের বাড়ির উঠোনে খেলা করছিল নাবালিকা। তখন সামাদ তাকে ঘরে ডেকে নিয়ে যায়। সামাদের বাড়িতে তখন কেউ ছিল না। অভিযোগ, একটি ঘরে নিয়ে গিয়ে নাবালিকাকে জামা কাপড় খুলে ফেলতে বলে সে। বিপদ বুঝে নাবালিকা পালিয়ে বাড়িতে চলে আসে। এর পর ঘটনার কথা জানায় পরিবারের সদস্যদের। নির্যাতিতার পরিবারের সদস্যরা সামাদের বাড়ি গিয়ে ঘটনার কথা জানালে সে অস্বীকার করে। এর পর প্রতিবেশীরা জড়ো হয়ে সামাদকে গণধোলাই দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ। তারা অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে যায়। সোমবার তাঁকে রানাঘাট আদালতে পেশ করা হয়েছে।

    স্থানীয়দের দাবি, সামাদের অপরাধমূলক প্রবণতা রয়েছে। এর আগেও এলাকায় একাধিক দুষ্কর্ম করেছে সে। সতর্ক করেও লাভ হয়নি। অভিযুক্তকে গ্রামে না ঢুকতে দেওয়ার দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)