• বানান ভুল দীপ্সিতার, খোঁচা নেটপাড়ায়, কমেন্ট সেকশন খোলা রেখেই জবাব বামনেত্রীর
    হিন্দুস্তান টাইমস | ২৮ অক্টোবর ২০২৪
  • দীপ্সিতা ধর। তন্ময় ভট্টাচার্যের আচরণ নিয়ে প্রতিবাদ জানাতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় মনের কথা লিখেছিলেন সিপিএম নেত্রী দীপ্সিতা। কিন্তু সেখানে একটি শব্দের বানান ভুল ছিল । তারপরেই কার্যত ঝড় ওঠে নেটপাড়ায়। উচ্চশিক্ষিতা নেত্রীর কীভাবে বানান ভুল হয় তা নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকে। এমনকী বরাবরের মতো আসরে নেমে পড়েন কুণাল ঘোষ। তিনি খোঁচা দেন।

    আসলে দীপ্সিতা লিখেছিলেন, অভিযুক্তকে সাসপেন্ড পার্টির। পার্টির অভ্যন্তরীণ তদন্ত শুরু। এরপর তিনি লিখেছেন জিরো টলারেন্স টু সেক্সুয়াল হ্যারাসমেন্ট।

    এরপরই তাঁকে চেপে ধরের নেটপাড়ার বাসিন্দারা। আসলে তিনি অভ্যন্তরীণ শব্দের জায়গায় তিনি লিখেছিলেন 'অভ্যান্তরীণ'। এরপরই তাঁকে চেপে ধরে নেটপাড়া। নানা জনে নানা কমেন্ট করতে থাকেন। এমনকী সেই স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

    কেন তিনি অভ্যন্তরীণের জায়গায় অভ্যান্তরীণ শব্দটি লিখলেন তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। এদিকে অভ্যান্তরীণ শব্দটি ঠিক না বেঠিক তা নিয়েও নানা প্রশ্ন উঠতে থাকে। এমনকী কুণাল ঘোষের পোস্টে একজন লেখেন, আভ্যন্তরীণ বিশেষ্য পদ। আর অভ্যান্তরীণ বিশেষণ পদ। পার্টির অভ্যান্তরীণ তদন্ত একশ শতাংশ সঠিক।

    তবে শুধু কুণাল ঘোষের পোস্টের জবাবে নয়. দিপ্সীতার ফেসবুকের পাতাতেও নানা জনে নানা কমেন্ট করছেন। একজন লিখেছেন, দীপ্সিতা ধরের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন রইল। বাঙালি হিসাবে বাংলা বানান যারা সঠিকভাবে লিখতে পারে না তারা এমপি, এমএলএ ইলেকশনে দাঁড়ায় কীভাবে?

    এর জবাবও দিয়েছেন দীপ্সিতা। তিনি লিখেছেন, ঠিকই কাল থেকে কাঁচের বোতল ছোঁড়া প্র্যাকটিস করব। লিখেছেন দীপ্সিতা।

    তবে দীপ্সিতাকে বানান সংশোধন করার জন্য পরামর্শও দিয়েছেন নেটিজেনরা। তবে সেই পরামর্শ মেনে তিনি বানান সংশোধন করে নিয়েছেন। তবে সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হল তিনি আগাগোড়া কমেন্ট সেকশন খোলা রেখেছেন। তবে অনেকের মতে, দীপ্সিতাকে যাঁরা ট্রোল করছেন তাঁদের মধ্য়ে কয়েকজন আবার নিজের কমেন্ট সেকশন বন্ধ রেখে দেন ফেসবুকের পাতায়। সম্ভবত যাতে আর কেউ কমেন্ট করতে না পারেন, তিনি একাই লিখবেন কারোর মতামত নিতে পারবেন না সেই আশঙ্কা থেকেই এটা করা হয় বলে মনে করছে অনেকে। তবে সিপিএম নেত্রী অবশ্য নিজের ফেসবুকের পাতার কমেন্ট সেকশন খোলা রেখেই বানান সংশোধন করে নিলেন। এই কাজকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। তবে তারপরেও দীপ্সিতাকে নিয়ে ট্রোলিং কিন্তু থামছে না।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)