• উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় পরিবর্তন হয়ে যাচ্ছে, একাদশ শ্রেণির সেমেস্টারে কী হবে?‌
    হিন্দুস্তান টাইমস | ২৮ অক্টোবর ২০২৪
  • এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সীমা বদল করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আর সেমিস্টার টু’‌এর পরীক্ষার সময়সীমাও পরিবর্তন হচ্ছে বলে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এই নিয়ে এখন জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। আগামী ২৩ মার্চ ২০২৫ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার সঙ্গে সঙ্গেই সেমেস্টার টু’‌এর পরীক্ষা শুরু হয়ে যাবে। আবার ২০২৫ সালের একাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষা হবে দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত। কিন্তু এই সেমেস্টার টু পরীক্ষা হওয়ার কথা ছিল বিকেল ৩টে থেকে ৫টা পর্যন্ত। তবে পরীক্ষার দিন এবং বাকি সূচি অপরিবর্তিত থাকছে।

    এদিকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে আজ, সোমবার নির্দেশিকা দিয়ে গোটা বিষয়টি জানানো হয়েছে। মিউজিক, ভিস্যুয়াল আর্টসের পরীক্ষা হবে দুপুর ২টো থেকে দুপুর ৩টে ১৫ মিনিট পর্যন্ত। আর উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রথম ধাপে, দ্বিতীয় ধাপে একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের সেমেস্টার টু পরীক্ষা নেওয়া হয়। এই গোটা বিষয়টি কেমন করে হবে তা নিয়ে পড়ুয়াদের মধ্যে বিস্তর আলোচনা শুরু হয়েছে। এমনকী এতে কোন উপকার হবে?‌ সেই প্রশ্নওচিরঞ্জীব ভট্টা তুলছেন পড়ুয়ারা। আজ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতিচার্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। পরীক্ষার সময় ১ ঘণ্টা এগিয়ে আনার জন্য শিক্ষক সংগঠনের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল সংসদে। সেই আবেদনে সাড়া দিয়েই এমন বদল করা হল।

    অন্যদিকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হবে দুপুর ১টা ১৫ মিনিটে। তারপরেই সেমিস্টার টু’‌এর পরীক্ষা একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য শুরু হবে। সময় দুপুর ২টো থেকে। যা দুপুর ৩টে থেকে শুরুর কথা জানিয়েছিল সংসদ। আর ২০২৫ সালের ৩ মার্চ থেকে শুরু হবে একাদশ শ্রেণির দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা। এই বদল চেয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কাছে ৫ অক্টোবর ইমেল করেছিল অল পোস্ট গ্র‍্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তাঁদের দাবি ছিল, পরীক্ষা তাড়াতাড়ি শেষ হয়ে গেলে গ্রামীণ স্কুলগুলি থেকে পড়ুয়া, শিক্ষক–শিক্ষিকা এবং শিক্ষা কর্মীরা সহজে বাড়ি ফিরতে পারবেন।

    এছাড়া অল পোস্ট গ্র‍্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক চন্দন গড়াই এই বিষয়ে জানিয়েছেন, পরীক্ষা ১ ঘণ্টা এগিয়ে আনতে আবেদন করেছিলেন তাঁরা। সেই আবেদনে সাড়া দিয়ে একাদশ শ্রেণির পরীক্ষার সময় বদলের ঘোষণা করা হয়েছে। ভিস্যুয়াল আর্টস, মিউজিক এবং ভোকেশনাল বিষয়ের পরীক্ষা হবে ২টো থেকে ৩টে ১৫ মিনিট পর্যন্ত। বাকি সমস্ত পরীক্ষা হবে দুপুর ২টো থেকে ৪টে পর্যন্ত। ২০২৫ সালের ৩ মার্চ থেকে শুরু হবে একাদশ শ্রেণির দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা। তা চলবে ১৮ মার্চ পর্যন্ত।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)