আবার বিশ্বের দরবারে এগিয়ে বাংলা, আন্তর্জাতিক সংস্থার সমীক্ষায় সেরা শহর কলকাতা
হিন্দুস্তান টাইমস | ২৮ অক্টোবর ২০২৪
বিশ্বের দরবারে আরও একবার স্বীকৃতি পেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকা লের বাংলা। আগে তাঁর প্রকল্প কন্যাশ্রী বিশ্বের দরবারে সমাদৃত হয়েছে। বাংলার দুর্গাপুজো পেয়েছে ইউনেস্কোর স্বীকৃতি। বিশ্বের দরবারে সুন্দরবনে তৈরি হওয়া দুধ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। এবার আবার আন্তর্জাতিক খেতাব পেল ‘সিটি অফ জয়’। এভাবে বিশ্বের দরবারে বাংলার একটা গুরুত্ব প্রতিনিয়ত বেড়েই চলেছে। যা মহানগরীর গর্বও বটে। বিশ্বের অন্যতম সেরা শহরের তালিকায় এবার ঢুকে পড়ল কল্লোলিনী কলকাতা।
কেন্দ্রীয় সরকার বারবার বাংলার নানা বিষয়কে স্বীকৃতি দিয়েছে। সেটা কাজের নিরিখে এবং সেরার জন্যও। এবার সেটা গোটা বিশ্বও স্বীকার করছে। কলকাতা সৌন্দর্যায়ন, সফর, ভ্রমণ, বাতাসের মান এবং শহরের উন্নয়নকে তারা স্বীকৃতি দিয়েছে। আন্তর্জাতিক সংস্থা স্যাভিলস গ্রোথ হাব ইনডেক্সের সমীক্ষায় নানা ক্ষেত্রের নিরিখে বিশ্বের সেরা শহর গুলির মধ্যে ১৯তম স্থান পায় কলকাতা। তারপর ধারাবাহিক উন্নয়নের নিরিখে ১১তম স্থানে চলে আসে মহানগরী। আর এই তথ্য সামনে আসতেই ফেসবুক পোস্ট করে সুখবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কীর্তির জন্য শহরবাসীকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন ‘জয় হিন্দ’, ‘জয় বাংলা’।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহরের নানা উন্নয়ন করেছেন। আর সে কথা তিনি বারবার বলেছেন। যদিও বিরোধীরা সমালোচনা করেছেন। তারপরও একের পর এক স্বীকৃতি সবকিছুর জবাব দিয়ে দিয়েছে। সামাজিক উন্নয়ন থেকে শুরু করে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের মানোন্নয়ন, সামাজিক প্রকল্প প্রদান, পর্যটন ক্ষেত্রগুলিকে ঢেলে সাজানো এবং নানা কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তার সুফল এভাবেই মিলছে। আন্তর্জাতিক স্তরে কলকাতার কদর বৃদ্ধি হয়েছে। এবার কলকাতার মুকুটে জুড়ল সেরার পালক। বিশ্বের সেরা ২৫ শহরের মধ্যে ১৯ নম্বরে তিলোত্তমা। যা নিয়ে এখন চর্চা চলছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ, সোমবার নিজে ফেসবুক পোস্ট করে কলকাতার এই নয়া গৌরবের কথা জানিয়েছেন। পর্যটন ক্ষেত্রে বিশ্বের ২৫ শহরের মধ্যে ১৯ নম্বরে আছে শহর কলকাতা। দ্রুত উন্নয়নের নিরিখে কলকাতা উঠে এসেছে ১১ নম্বরে। আর সমীক্ষা করা হয়েছে— ঐতিহ্য, আধুনিকতা, গতিশীলতা আর সংস্কৃতির মেলবন্ধনের জন্য। এখন কলকাতায় গঙ্গা আরতির মতো বিষয় ঘটে খোদ বাবুঘাটে। বিশ্বের দরবারে কলকাতা শহর মাথা উঁচু করে নিজের খ্যাতি অর্জর করেছে বলে মনে করেন মুখ্যমন্ত্রী। তাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন, ‘আসুন সকলে হাতে হাত মিলিয়ে কাজের মধ্যে দিয়ে এগিয়ে যাই।’