• ‘তৃণমূলের পতাকা ধরবেন তন্ময় ভট্টাচার্য’
    হিন্দুস্তান টাইমস | ২৮ অক্টোবর ২০২৪
  • তরুণী সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগ উঠতেই তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করেছে সিপিএম। আর ঘটনার পরদিন সকালে সেই ঘটনা নিয়ে বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, তন্ময়বাবুর বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পিছনে তৃণমূলের হাত রয়েছে। সম্ভবত তাঁকে চাই তৃণমূলের। অচিরেই তৃণমূলের ঝান্ডা ধরবেন তিনি।

    সোমবার দমদম নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দুবাবু বলেন, ‘বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠলে নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তদন্ত করানো উচিত। ব্ল্যাকমেলিংয়ের রাজনীতিও আছে। এর আগে সিপিএমের রাজ্যসভার সাংসদ ঋতব্রত। যিনি এখন তৃণমূলের শ্রমিক শাখার রাজ্য সভাপতি। তাঁর বিরুদ্ধে দক্ষিণ দিনাজপুরে মহিলাঘটিত অভিযোগ করানো হয়। তার ছবিও ভাইরাল হয়। সেটার প্রমাণ ছিল। তারপর দেখা গেল ভাইপোর দুবাই থেকে আনা ওয়াশিং মেশিনে পরিষ্কার করে তৃণমূলে জয়েন করানো হয়েছে। ওরা হয়তো তন্ময়বাবুকে চায়। কারণ বরাহনগর বিধানসভা উপনির্বাচনে সজল ঘোষ যে ভাবে লড়াই করেছেন সেটা তৃণমূলের কাছে উদ্বেগের। মাত্র ৮ হাজার ভোটের ফারাক। তন্ময় ভট্টাচার্য ভোট কেটে জিতিয়েছেন তৃণমূলকে। তাই তৃণমূল প্রথমে বাজার গরম করবে। তার পর আউট অফ সাইট, আউট অফ মাইন্ড হয়ে যাবে। তার পর একদিন সকালে তৃণমূলের ওয়াশিং মেশিনে ধোয়া হবে এবং তৃণমূলের ঝান্ডা ধরবে।’

    বলে রাখি, রবিবার একটি বাংলা ইউটিউব চ্যানেলের তরুণী সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় লাইভ করে দাবি করেন, তিনি সাক্ষাৎকার নিতে তন্ময় ভট্টাচার্যের বাড়িতে গিয়েছিলেন। সাক্ষাৎকার শুরুর আগে তন্ময়বাবু তাঁর কোলে বসে পড়েন।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)