• প্রাথমিক টেট নিয়ে বড় আপডেট, কথা রাখতে পারলেন না গৌতম পাল
    হিন্দুস্তান টাইমস | ২৮ অক্টোবর ২০২৪
  • প্রতি বছর প্রাথমিক টেট আয়োজনের প্রতিশ্রুতি দিয়েও রক্ষা করতে পারল না প্রাথমিক শিক্ষা সংসদ। সংসদের তরফে জানানো হল, ২০২৪ সালে হবে না প্রাথমিক টেট। বিরোধীদের দাবি, সংসদের এই সিদ্ধান্তের ফলে বিপাকে পড়লেন হাজার হাজার চাকরিপ্রার্থী। রাজ্য সরকারকে একযোগে আক্রমণ করেছে বাম ও বিজেপি।

    প্রাথমিকে নিয়োগ দুর্নীতির জেরে প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের গ্রেফতারির পর সংসদ সভাপতি গৌতম পাল ২০২২ সালে জানিয়েছিলেন, এবার থেকে প্রতি বছর আয়োজিত হবে প্রাথমিক টেট। প্রতি বছর হবে ফল প্রকাশ। তার পর ২ বছর কাটতে না কাটতে সেই প্রতিশ্রুতি থেকে সরে এল সংসদ। 

    প্রাথমিক শিক্ষা সংসদের এই সিদ্ধান্তের জেরে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেছেন রাজ্যসভায় বাম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, এই সরকারের চাকরি দেওয়ার সদিচ্ছা নেই সেটা আগেই বোঝা গিয়েছিল। এবার বোঝা গেল বেকার ছেলেমেয়েদের কোনও ভাবনাই নেই এদের। কারণ, টেটের সার্টিফিকেট অন্য রাজ্যেও বৈধ। ফলে এরাজ্যে না হলেও টেট উত্তীর্ণরা অন্য রাজ্যে চাকরির জন্য আবেদন করতে পারেন। কিন্তু পরীক্ষাটাই ওরা বন্ধ করে দিল। এর ফলে বেকার যুবক যুবতীরা বিপদে পড়লেন।

    কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘সরকারি প্রাথমিক স্কুলে পড়ে গরিবের সন্তানরা। আর এই সরকার ওই স্কুলগুলো তুলে দিতে চায়। যাতে গরিবের ছেলে - মেয়ে ডাক্তার – ইঞ্জিনিয়ার হতে না পারে। আর সবাই পাউচ নিয়ে মেতে থাকে।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)