দশ ইঞ্চি উচ্চতার দক্ষিণাকালীর মূর্তিটি গ্রামের মন্দিরে ঠাঁই হয়েছে। সোমবার দুপুরের দিকে গ্রামের মেয়ে ঋতু মাঝি পুকুরে স্নান করতে গিয়ে মুর্তিটা কুড়িয়ে পেয়েছে বলে জানায়। ঋতু মাঝি বলেন, স্নান করতে গিয়ে অয়ায়ে কিছু একটা ঠেকছিল। বার কয়েক ঠেকলে পরে তুলে দেখি কালীমূর্তি৷। বালতিতে পুড়ে মূর্তিটি বাড়িতে নিয়ে এসে পাড়া প্রতিবেশীদের দেখায়। সবাই বলে মূর্তি মন্দিরে রেখে পুজো করা হবে। বিকালের দিকে পুলিশ মূর্তি পাওয়ার ঘটনা জানতে পেরে গ্রামে যায়। গ্রামের মানুষের দাবি মূর্তি সোনার হোক আর রূপোর হোক মন্দিরে রেখে আমরা পুজো করব বলে পুলিশকে জানিয়েছি।
উল্লেখ্য, হিন্দু-মুসলিম সংস্কৃতি ও ধর্ম মিলেমিশে একাকার হয়ে যায় বংশীহারির বিবিহার কালী পূজায়। এলাকার বাসিন্দারা বিবিহারের এই কালীকে নিজেদের 'মা' বলে মনে করেন। সব সম্প্রদায়ের মানুষ এখানে পূজা দেওয়ার জন্য উপস্থিত হন। মুসলিমপ্রধান এলাকা। কিন্তু মুসলিমরাও এই পূজায় সমান অংশীদার হন। এলাকাবাসীদের মতে, মা বিবিহার জ্যান্ত কালী। এর প্রমাণও মিলেছে একাধিকবার। মায়ের মহিমায় পার্শ্ববর্তী গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষজনও এই পুজোয় সামিল হন। এখন থেলুবাবুর মৃত্যুর পর এই পুজোর দায়িত্ব সামলাচ্ছেন তাঁর চার ছেলে।