পাড়ার কচিকাঁচার একত্রিত হয়ে শ্যামাপূজায় আলোচনায় মেতে উঠে শহরবাসীকে আলাদা আনন্দ তাই তারা প্রতিবছরই তাদের বিশেষ কোন এক ধরনের থিম থাকে যা মানুষের মনে ভয় দেখায় এবং আনন্দ দেয় সেই দেখতেই ভিড় হয় জলপাইগুড়ি নেতাজি পাড়ার এই কচিকাচাদের পুজোতে। তাদের এবছর কার থিম "ভূত মহল" যেখানে এখানে লাশ কাটা থেকে শুরু করে বিভিন্ন কিছু থিম তুলে ধরবে তারা। পাড়ার কচিকাঁচার একত্রিত হয়ে এই পুজো করে থাকে এবং সেখানে কোন ডেকোরেটার্স ব্যবহার হয় না তারা নিজেরাই সাজে এবং দর্শনার্থীদের আনন্দ দেয়। সেই ভূত মহলেরই জোড় কদমে চলছে কাজ দিন কয়েকবাদের শ্যামা পূজো সেখানে রিহার্সাল চলছে বুদ্ধদেব এবং সেই তৈরি হচ্ছে মৃতদেহ লাশ ঘর।
এক কথায় বলা যেতেই পারে জলপাইগুড়িতে কালী পূজোয় সাবধান। জীবন্ত ভূত এবং কালী ঘুরে বেড়াবে চারিদিকে। তবে বর্তমানে এই ধরনের শো তে দর্শনা থেকে ঢল নামে। সে কারণেই উদ্যোক্তাদের এই প্রয়াস বলে জানা যায়। তবে উদ্যোক্তাদের অনুরোধ খুব ছোট ছোট শিশুদের পাশাপাশি বয়স্কদের এধরনের শো না দেখার।