জানা গিয়েছে, মালদহের হরিশ্চন্দ্রপুরের খোকড়া গ্ৰামের বাসিন্দা ইমরান আলী। তাঁর মেয়ে রোশনী খাতুন। স্থানীয় ভিঙ্গল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সে। পরিবারের লোকেদের দাবি, সেদিন বাড়িতে একাই ছিল মেয়ে। রবিবার সন্ধ্যায় হঠাত্-ই নিখোঁজ হয়ে যায় রোশনী। এখনও পর্যন্ত খোঁজ মেলেনি তাঁর।
ইমরান বলেন, 'বাগমারা গ্রামে আমরা জলসা শুনতে গিয়েছিলাম। সাড়ে সাতটার দিকে ফোন করল, আপনার মেয়ে নাই। আমরা সব আত্মীয়দের বাড়িতে খোঁজ নিলাম। ২ দিন দেখলাম, ৩ দিনের পর আমরা থানায় ডায়েরি করলাম'। তিনি জানান, 'গ্রামের সদস্যকে আমি বলেছি, আমাকে একটা মিসিং ডায়েরি করতে হবে। ও আমাকে চাপ দিচ্ছে, আমি যাব, আমি যাব। রাতে ও নিজে গিয়ে ডায়েরি করে চলে এসেছে। আমার সঙ্গে যাইনি। কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না। ৮ দিন হয়ে গেল। কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। থানাতেও গিয়েছি'। ওই স্কুলছাত্রীকে কেউ অপহরণ করেছে বলে অভিযোগ পরিবারের।
এর আগে, মালদহের মানিকচক কলেজের প্রথম বর্ষের এক ছাত্রী নিখোঁজের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। ছোট থেকেই মথুরাপুরের শঙ্করটোলা এলাকায় মামা বিকাশ ঘোষের বাড়ীতে থাকতেন তিনি। ইংরেজবাজারে টিউশনে পড়তে গিয়ে নিখোঁজ হয়ে যান প্রিয়াঙ্কা ঘোষ নামে ওই তরুণী।