লোগো উন্মোচনের দিনে মঞ্চে ছিলেন সুশীল মোহতা (প্রতিষ্ঠাতা ও চেয়ারম্য়ান) ও তাঁর ছেলে সাকেত মোহতা (ম্য়ানেজিং ডিরেক্টর)। সুশীল তাঁর সংস্থার সুনাম ও ব্র্য়ান্ড বিল্ডিংয়ের প্রসঙ্গে এদিন সাংবাদিকদের বললেন, 'আমাদের গ্রাহকরা বারবার আমাদের কাছেই ফিরে আসেন। তারাই অন্য়দের রেফারেন্স হিসেবে আমাদের কথা বলেন। প্রজন্মের পর প্রজন্ম ধরে এটা হয়ে আসছে। আসলে আমরা ক্রেতার আঙ্গিকে দেখি। আমরা ভাবি যে, ক্রেতা কী ভাবছেন কেনার আগে, তাঁদের কী চাহিদা। সেভাবেই আমরা কাজ করি। আমরা কোয়ালিটি নিয়ে কোনও কখনও আপোস করি না। এভাবেই আমরা বছরের পর বছর ধরে নিজেদের একটি ব্র্য়ান্ড হিসেবে তৈরি করেছি। মানুষের কাছে সমাদৃত হয়েছি।' সাকেত জানালেন যে, কেন লোগো পরিবর্তনের কথা তাঁদের মাথায় এল! সুশীলপুত্র বললেন, 'দেখুন চার দশক ধরে একই লোগো ব্য়বহার করছি আমরা। পরিবর্তনশীল দুনিয়ায় একটি ব্র্য়ান্ডকে ডায়নামিক ও ক্ষিপ্র হতে হয়। যাদের নতুন যুগের কথা বলবে। প্য়ান ইন্ডিয়া উপস্থিতি ও উন্নতির কথা ভেবেই আমাদের লোগো বদল।'
সাউথ সিটি অ্য়াপার্টমেন্ট, বর্ধন মার্কেট, অ্য়াক্রোপলিস মলের মতো প্রজেক্ট রয়েছে মার্লিনের। বাংলার প্রথম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারও তাদের তৈরি। শহর ছাড়িয়ে দেশেও একাধিক আবাসান তৈরি করেছে মার্লিন। বিদেশেও তারা করেছে কাজ। মার্লিনের তরফে জানানো হয়েছে যে, তারা বিদেশের প্রজেক্ট করার জন্য়ও তৈরি। তবে এখনই সংস্থা খোলসা করছে না যে, তারা আগামীতে কী করতে চলেছে! মার্লিনের আধুনিক ব্র্যান্ডিংয়ে নয়া লোগো ছাড়াও রয়েছে নতুন ওয়েবসাইট ও ডিজাইন সিস্টেম।