• আটকে গিয়েছিলেন চলন্ত ট্রেন ও প্ল্যাটফর্মের ফাঁকে, RPF-এর চেষ্টায় রক্ষা যাত্রীর
    হিন্দুস্তান টাইমস | ২৯ অক্টোবর ২০২৪
  • নামতে গিয়ে হাত ফস্কে পড়ে গিয়েছিলেন ট্রেন এবং প্লাটফর্মের মাঝে। আর একটু হলেই চলে যেতেন চলন্ত ট্রেনের চাকার নিচে। তবে এ যাত্রায় মৃত্যুর মুখ থেকে ফিরলেন যাত্রী। মহিলা আরপিএফের তৎপরতায় ওই যাত্রী প্রাণে বাঁচলেন। পুরো ঘটনার দৃশ্য ধরা পড়েছে সিসিটিভিতে। এমনই ঘটনা ঘটেছে বর্ধমান রেল স্টেশনের ৫ নম্বর প্লাটফর্মে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

    জানা গিয়েছে, ওই যাত্রীর নাম শৈলেন্দ্র চৌধুরী, বয়স ৫৮ বছর। তিনি বিহারের মধুবনী জেলার রঘুপুর ইটাহার গ্রামের বাসিন্দা। আজ সোমবার ভোর ৩.৫৪ টা নাগাদ ৫ নম্বর প্লাটফর্মে ডাউন গঙ্গা সাগর এক্সপ্রেস এসে দাঁড়ায়। ৪ টের সময় ট্রেনটি প্লাটফর্ম ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় হঠাৎ ওই যাত্রী চলন্ত ট্রেন থেকে নামতে যান প্লাটফর্মে। সেইসময় নিয়ন্ত্রণ হারিয়ে পা পিছলে পড়ে যাচ্ছিলেন তিনি। প্ল্যাটফর্ম ও চলন্ত ট্রেনের নিচে ঢুকে যাচ্ছিলেন। সেই অবস্থাতেই ট্রেনের সঙ্গে বেশ কিছুটা এগিয়ে যান তিনি। তখন বিষয়টি দেখতে পেয়ে কর্তব্যরত এক মহিলা আরপিএফ ছুটে আসে। তিনি সঙ্গেসঙ্গে যাত্রীকে ধরে ফেলেন। তবে একা টেনে তুলতে পারছিলেন না মহিলা আরপিএফ। তখন অন্যদিক দিয়ে ছুটে আসেন এক পুরুষ আরপিএফ কর্মী। দুজনে মিলে শেষ পর্যন্ত যাত্রীকে টেনে প্লাটফর্মে তোলেন। তাতে প্রাণ বাঁচে ওই যাত্রীর। 

    দুর্ঘটনায় ওই যাত্রীর পায়ে অল্প চোট লাগলেও তিনি মৃত্যুর মুখ থেকে কার্যত বেঁচে ফিরলেন। স্বাভাবিকভাবেই বেঁচে ফিরতে পেরে তিনি কর্তব্যরত আরপিএফ কর্মীদের ভগবানের সঙ্গে তুলনা করে কৃতজ্ঞতা জানান।আরপিএফ বর্ধমান পোস্ট সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোরে বর্ধমান রেল স্টেশনের ৫ নম্বর প্লাটফর্মে ‘মিশন জীবন রক্ষা’-এর অধীনে নজরদারির কাজ করছিলেন এলসি নিভা কুমারী ও কনস্টেবল যোগেশ কুমার। সেইসময় যাত্রীকে পড়ে যেতে দেখেই আরপিএফ কর্মী নিভা কুমারী মুহূর্তের মধ্যে ছুটে এসে ওই ব্যক্তির হাত ধরে টানতে শুরু করে দেন। পরে ছুটে আসেন আরেক আরপিএফ কর্মী যোগেশ কুমার। তাদের দুজনের প্রচেষ্টায় ওই যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়।

    প্লাটফর্মে উপস্থিত অন্যান্য যাত্রীরা রেল আরপিএফের এই কাজের ভুয়সী প্রশংসা করেন। শৈলেন্দ্র চৌধুরীও রেল পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। আরপিএফের এক আধিকারিক জানিয়েছেন, যাত্রীদের সচেতন করার জন্য তারা সারাবছর বিভিন্নভাবে প্রচার চালানো হয় থাকে। ট্রেনে ওঠা বা নামার সময় যাত্রীদের সতর্ক থাকা উচিত।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)