• গোল খাবে আরজি কর! জেলার হাসপাতালে ভুরি ভুরি দুর্নীতি, দায়ের হল মামলা
    হিন্দুস্তান টাইমস | ২৯ অক্টোবর ২০২৪
  • দুর্নীতির অভিযোগ যেন কমছে না কিছুতেই। ফের জেলার সরকারি মেডিক্যাল কলেজগুলিতে দুর্নীতির অভিযোগ এবার এনিয়ে মামলা দায়ের করা হয়েছে। হাসপাতালের নিরাপত্তা এজেন্সির নিয়োগ নিয়ে আর্থিক দুর্নীতির অভিযোগ। আর সেটা নিয়ে এবার দায়ের হল মামলা। মূলত দুই মেদিনীপুরের সরকারি হাসপাতালগুলিতে সুরক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে ব্যপক দুর্নীতি করা হয়েছে বলে অভিযোগ। মূলত স্বজনপোষনের অভিযোগ উঠেছে। একই ব্যক্তিকে দিনের পর দিন ধরে কাজের বরাত দেওয়া হয়েছে বলে অভিযোগ। 

    মঙ্গলবার বিচারপতি শম্পা দত্তের এজলাসে মামলা হয়েছে বলে খবর। মামলার হিসাবে বলা হয়েছে, ২০১৫ সাল থেকে বছরে প্রায় ১৩৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। 

    প্রশ্ন হল বিপুল টাকার টেন্ডারের ক্ষেত্রে কেন ই টেন্ডার ডাকা হল না? মূলত মুখ চেনা ব্যক্তিকেই এই কাজের বরাত দেওয়া হয়েছিল বলে দাবি করা হচ্ছে। মামলাকারীর আইনজীবীর দাবি, আরজি করে সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ। দুই মেদিনীপুরেই কার্যত একই ছবি। এমনকী বছরের পর বছর ধরে জেলার মুখ্য় স্বাস্থ্য আধিকারিকরা এই দুর্নীতিতে মদত দিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে। তবে শুধু মেদিনীপুরেই তো নয়, বর্ধমান মেডিক্যাল কলেজেও নিরাপত্তারক্ষী নিয়োগের ক্ষেত্রে অনিয়ম হয়েছে বলে খবর। 
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)