প্রয়াত প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সাইরানি, ফরওয়ার্ড ব্লক থেকে গিয়েছিলেন কংগ্রেসে
হিন্দুস্তান টাইমস | ২৯ অক্টোবর ২০২৪
প্রয়াত হাফিজ আলম সাইরানি। রাজ্যের প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সাইরানি। বাম জমানায় ফরওয়ার্ড ব্লক করতেন তিনি। উত্তরদিনাজপুরের প্রভাবশালী নেতা ছিলেন। সোমবার প্রয়াত হয়েছেন তিনি। কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন। ফুসফুসের ক্যানাসারে আক্রান্ত হয়েছিলেন। ৬৪ বছর বয়সে প্রয়াত হয়েছেন হাফিজ আলম সাইরানি।
কার্যত উত্তরদিনাজপুর ছিল ফরওয়ার্ড ব্লকের গড়। আর সেই গড়ের মূল ভরকেন্দ্র ছিলেন হাফিজ আলম সাইরানি। ১৯৯৬ সালে তিনি বাম জমানার মন্ত্রী হন। তাঁর দাদা ছিলেন রমজান আলি। কলকাতার এমএলএ হাসপাতালে মৃত্যু হয়েছিল তাঁর। পরবর্তী সময় গোয়ালপোখরের বাম রাজনীতি কার্যত আবর্তিত হত হাফিজ আলম সাইরানিকে ঘিরে।
পরবর্তীতে তৃণমূল জমানায় দীর্ঘদিন তিনি বাম রাজনীতি থেকে কিছুটা নিষ্ক্রিয় ছিলেন। পরবর্তীতে তিনি কংগ্রেসে যোগ দেন ২০২২ সালে। তাঁর ভাইপো ইমরানি আলি রমজ। একটা সময় কাকা ভাইপোর মধ্য়ে রাজনৈতিক কারণে মতভেদ ছিল। পরবর্তীকে দুজনেই কংগ্রেসের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন।
তবে কংগ্রেসে গেলেও তিনি যে কংগ্রেসের রাজনীতিতে বিশেষ সক্রিয় ছিলেন তেমনটা নয়। তবে তাঁর প্রয়াণে কার্যত বাংলার রাজনীতিতে একটা শূন্যতা তৈরি হল। সেই সঙ্গে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরকে ঘিরে তাঁর কর্মকাণ্ডে ইতি পড়ল।