• ধর্মীয় সংগঠনের নামে ব্যবসা ফেঁদে নবদ্বীপে পাকড়াও এক
    বর্তমান | ২৯ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, নবদ্বীপ: একটি আন্তর্জাতিক ধর্মীয় সংগঠনের নাম করে কাপড়ের ব্যবসা করার অভিযোগে গ্রেপ্তার হলেন এক কাপড় ব্যবসায়ী। সোমবার সকালে নবদ্বীপের চরস্বরূপগঞ্জ এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিস। ধৃতের নাম প্রসেনজিৎ ঘোষ। তাঁর বাড়ি চরস্বরূপগঞ্জ মধ্যপাড়া, গাদিগাছায়। এদিন ধৃতকে নবদ্বীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তের দু’দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই যুবক নবদ্বীপে অবস্থিত ওই আন্তর্জাতিক ধর্মীয় সংগঠনের নাম এবং ভুয়ো লোগো ব্যবহার করে গুজরাত সহ এই রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। পরবর্তী সময়ে বিষয়টি ওই ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা জানতে পারেন এবং এরপর তাঁরা গত বছর ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। নবদ্বীপের ওই সংগঠনের সহ-সম্পাদক সন্দীপ পালের অভিযোগ, ওই যুবক এবং আরও কয়েকজন ওই সংগঠনের নামে ফেক বিল বানিয়ে দেশের বিভিন্ন জায়গায় ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। প্রসেনজিৎ গুজরাতে ব্যবসা করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর বাড়ি ফিরতেই এদিন অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিস।


    ওই আন্তর্জাতিক সংগঠনের নবদ্বীপ শাখার সম্পাদক বলেন, আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানের নামে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিশেষ করে গুজরাত, উত্তরপ্রদেশের বিভিন্ন অঞ্চলে আমাদের মিশনের সুনামের বিনিময়ে ফেক ব্যবসা শুরু করেছে। এমনকী বিল বই নিয়ে চাঁদা কাটছে। সারা ভারতবর্ষে মিশনের যে সুনাম আছে, সেটাকে কাজে লাগিয়ে এইসব অন্যায় কাজ করছে। আমরা বিষয়টি জানতে পেরে অভিযোগ দায়ের করি থানায়। এরপর পুলিস এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তিনি বলেন, আমরা চাই, যাঁরা আমাদের সংগঠনকে কলুষিত করার চেষ্টা করছেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।
  • Link to this news (বর্তমান)