• স্বচ্ছভাবে আবাসের সমীক্ষার দাবিতে গোঘাট ও আরামবাগে বিক্ষোভ
    বর্তমান | ২৯ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: আবাসের সমীক্ষা সঠিকভাবে করা হচ্ছে না। প্রকৃত গরিবদের বাড়িতে সার্ভে করার দাবি তুলে বিডিও অফিসে এসে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস ও বিজেপি। সোমবার গোঘাট-২ বিডিও অফিসে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান। পাশাপাশি আরামবাগে বিজেপি বিধায়কের সঙ্গেও অনেকে বিডিও অফিসে গিয়ে আবাস যোজনায় নাম তোলার দাবিতে সরব হন। 


    উল্লেখ্য, আবাস যোজনা কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগের প্রকল্প। কিন্তু, বিগত কয়েক বছর ধরে কেন্দ্র এই প্রকল্পে রাজ্যকে টাকা দিচ্ছে না। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, রাজ্যই আবাসের বরাদ্দ দেবে। এজন্য আগ্রাধিকারের ভিত্তিতে আবাসের প্রাপক তালিকা পরীক্ষার কাজ গত ২১ অক্টোবর থেকে শুরু হয়েছে। ৩১ অক্টোবর পর্যন্ত তা চলবে। হুগলির আরামবাগ মহকুমাতেও তা চলছে। কিন্তু, এদিন সমীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে প্রশাসনের দ্বারস্থ হয় বাসিন্দাদের একাংশ। গোঘাট-২ বিডিও অফিসে যান মান্দারণ পঞ্চায়েতের শকুনজলা গ্রামের বাসিন্দারা। সেখানে মহিলারা বিক্ষোভ দেখান। তাঁদের সঙ্গে যান স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল  সদস্যা রুকসাত পারভীন। সঙ্গে ছিলেন তাঁর স্বামী তথা তৃণমূলের অঞ্চল কমিটির সদস্য বসির আলি। পঞ্চায়েত সদস্যা বলেন, গ্রামে প্রায় ২০ জনের নাম আবাসের তালিকায় রয়েছে। রবিবার সেইসব বাড়ির সমীক্ষা করেছে প্রশাসন। কিন্তু, দেখা গিয়েছে গ্রামের প্রকৃত গরিবদের নাম তালিকায় নেই। ফলে সমীক্ষাও হয়নি। তার জেরে গ্রামের বাসিন্দারা ওইদিন আমার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান। তাই তাঁরা যাতে বঞ্চিত না হন সেইজন্য ব্লক প্রশাসনের সঙ্গে দেখা করে আবাসের দাবি জানাতে এসেছি।   
  • Link to this news (বর্তমান)