তেহট্টের নার্সিংহোমে গাফিলতিতে সদ্যোজাতের মৃত্যুর অভিযোগ
বর্তমান | ২৯ অক্টোবর ২০২৪
সংবাদদাতা, তেহট্ট: তেহট্টের একটি নার্সিংহোমে চিকিৎসার গাফিলতিতে সদ্যোজাতের মৃত্যুর অভিযোগ উঠেছে। শিশুর বাবা মনোজ হীরা এনিয়ে থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিস তদন্ত শুরু করেছে।
মুরুটিয়া থানার ফুলবাড়ি গ্রামের বাসিন্দা মনোজ হীরা অভিযোগ করে বলেন, আমার স্ত্রী ফাল্গুনীকে ছ’মাস ধরে তেহট্ট মহকুমা হাসপাতালের এক স্ত্রী রোগ বিশেষজ্ঞকে দেখাচ্ছিলাম। গত ২১ অক্টোবর সোমবার রাতে দেখানোর পর স্ত্রীর শারীরিক অসুবিধা হয়। তখন ওই চিকিৎসক স্ত্রীকে নার্সিংহোমে পর্যবেক্ষণে রাখতে বলেন। আমি স্ত্রীকে ওই রাতেই নার্সিংহোমে রাখি। পরের দিন সকালে চিকিৎসক স্ত্রীকে দেখেন। তখনও পর্যন্ত নার্সিংহোম কর্তৃপক্ষ স্ত্রীকে ভর্তি করেনি। বিকেলে স্ত্রীর প্রসব যন্ত্রণা বাড়লে আমি চিকিৎসককে জানাই। উনি কিছুক্ষণ পর এসে স্ত্রীকে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে সিজার করেন। বেশ কিছুক্ষণ পর বাচ্চাকে চিকিৎসকের গাড়িতেই তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন। তিনি আরও বলেন, ওই নার্সিংহোমে কোনও উপযুক্ত পরিকাঠামো নেই। নেই কোনও শিশু বিশেষজ্ঞ। এমনকী পাশ করা টেকনিশিয়ানও নেই। নার্সিংহোমের গাফিলতিতে আমার শিশু মারা গিয়েছে। রবিবার ওই নার্সিংহোম থেকে স্ত্রী ছাড়া পাওয়ার পর আমি থানায় অভিযোগ করি। আমার শিশুর মৃত্যুর জন্য যারা দায়ী তারা কঠোর শাস্তি পাক।
যদিও গাফিলতির কথা অস্বীকার করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ। পুলিস জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে।