• কর্মিসভা ও জনসংযোগে একে অপরকে ‘টেক্কা’ দেওয়ার চেষ্টা তৃণমূল-বিজেপির
    বর্তমান | ২৯ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: তালডাংরা বিধানসভা এলাকায় কর্মিসভা ও জনসংযোগে তৃণমূল ও বিজেপি একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করছে। বিজেপি প্রার্থী মাটি কামড়ে প্রচার সারছেন। সোমবার সকালে সিমলাপালে বিজেপি-র কর্মিসভা হয়। সেখানে তালডাংরা উপনির্বাচনের বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী সহ গেরুয়া শিবিরের অন্যান্য নেতানেত্রীরা উপস্থিত ছিলেন। বিকেলে বিজেপি প্রার্থী তালডাংরায় জনসংযোগ সারেন। তিনি একাধিক চায়ের দোকানে আড্ডা দেন। তাঁকে ঘিরে স্থানীয়দের ভিড় জমে। তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবুকে নিয়ে দিনভর তালডাংরা ও সিমলাপালে চুটিয়ে প্রচার সারেন বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি তথা সাংসদ অরূপ চক্রবর্তী। সকালে অরূপবাবুরা তালডাংরায় কর্মিসভা করেন। সেখানে হাজারেরও বেশি তৃণমূল নেতা-কর্মী সমবেত হন বলে শাসক দল দাবি করেছে। বিকেলে তৃণমূলের তরফে সিমলাপালে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন দল থেকে ২০০ নেতা-কর্মী এদিন তৃণমূলে যোগ দেন। জেলা তৃণমূল সভাপতি তাঁদের হাতে ঘাসফুলের পতাকা তুলে দেন। 


    অরূপবাবু বলেন, কিছুদিন আগেও তৃণমূল করা শহরের কাউন্সিলারকে তালডাংরা বিধানসভার বিজেপি কর্মীরা মেনে নিতে পারছেন না। বিজেপি নেতাকর্মীরা বসে যাচ্ছেন। অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। এদিন বিজেপি-র তফসিলি মোর্চার এক জেলা নেতা সহ দু’শো কর্মী আমাদের দলের যোগ দিয়েছেন। এরফলে বিজেপি সিমলাপালে দুর্বল হয়ে পড়বে। পাশাপাশি আমাদের দল সেখানে শক্তিশালী হবে। বিজেপি-র কর্মিসভার তুলনায় আমাদের কর্মসূচিতে এদিন ভিড় বেশি হয়েছিল। 


    অনন্যা রায় চক্রবর্তী বলেন, এদিন দলের লোকজনের হাতে ঝান্ডা ধরিয়ে বিজেপি থেকে আসা নেতাকর্মী বলে তৃণমূল দাবি করছে। নির্দল হিসেবে পুর ভোটে দাঁড়ানোর সময় আমার নাম করে শাসক দলকে ভোট দেওয়ার ভুয়ো আবেদনপত্র তৃণমূল সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছিল। এভাবেই ওরা রাজনীতি করে। আমাদের সভায় মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া দেখে শাসক দল ভয় পেয়েছে।    


    এদিন সিপিএম প্রার্থী দেবকান্তি মোহান্তি ইন্দপুর ব্লকের ব্রজরাজপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় চুটিয়ে প্রচার সারেন। দেবকান্তিবাবু ওই অঞ্চলের গোয়ালাডাঙা, কয়াবাইদ, পতিরডাঙা, গেরিয়াকুলা, কেচন্দা সহ অন্যান্য গ্রামে বাড়ি বাড়ি প্রচার করেন। দেবকান্তিবাবু বলেন, আমার সঙ্গে স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা ছিলেন। মানুষ এগিয়ে এসে আমাদের সঙ্গে কথা বলছে। এবার আমরা লড়াই জমিয়ে দেব।  


    তালডাংরার কংগ্রেস প্রার্থী তুষারকান্তি ষন্নিগ্রহী এদিন বাড়ি বাড়ি প্রচার সারেন। জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি অরূপ বন্দ্যোপাধ্যায় বলেন, ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবস উপলক্ষ্যে আগামী বৃহস্পতিবার আমরা সিমলাপালে আলোচনা সভার ডাক দিয়েছি। সেখানে পরবর্তী প্রচার ও ভোটের রণকৌশল স্থির করা হবে। 
  • Link to this news (বর্তমান)