• অস্বাস্থ্যকর পরিবেশে চলছে আরামবাগ পুরাতন বাজার
    বর্তমান | ২৯ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, আরামবাগ: আরামবাগ পুরাতন বাজারের নিকাশি নালা একেবারে নোংরা হয়ে পড়ে রয়েছে। সামান্য বৃষ্টি হলে জল উপছে বাজার চত্বরে ছড়িয়ে পড়ছে। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়ছেন বাজারের সব্জি ও মাছ বিক্রেতাদের পাশাপাশি খরিদ্দাররা। তাঁরা বলেন, বিষয়টি আমরা একাধিকবার পুরসভায় জানিয়েছি। কিন্তু কাজ কিছুই হয়নি। অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই আমাদের ব্যবসা করতে হচ্ছে। নিয়মিত ওইসব জায়গা পরিষ্কার না করায় সেখানে মাছি, মশা, পোকা কিলবিল করছে। সেই মাছি আমাদের সব্জি ও মাছে বসছে। এক চরম অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে আমাদের বাজারে। আমরা তাই অবিলম্বে নিকাশি নালা পরিষ্কারের পাশাপাশি শৌচাগারটিরও পরিষ্কার করার দাবি জানাচ্ছি। এই প্রসঙ্গে আরামবাগ পুরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী বলেন, আমাদের এই নিয়ে কেউ কোনও অভিযোগ করেনি। তবুও সাফাই কর্মীদের বিষয়টি দেখতে বলব।


    স্থানীয় ও পুরসভা সূত্রে জানা গিয়েছে, বহু বছর আগে থেকে আরামবাগ পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে এই পুরাতন বাজারটি বসে আসছে। প্রথম দিকে ব্যবসায়ীদের সংখ্যা কম থাকলেও বর্তমানে এই বাজারটিতেই প্রায় ৩০০ জনের বেশি পসরা সাজিয়ে বসেন। এই বাজারটি আরামবাগ শহরের কেন্দ্রে অবস্থিত হওয়ায় অন্যান্য বাজারগুলির তুলনায় এর গুরুত্ব বেশি। আরামবাগের গ্রামগঞ্জ ছাড়িয়েও পার্শ্ববর্তী গ্রাম থেকেও বহু চাষি তাঁদের ফসল এই বাজারে এনে বিক্রি করেন। এই বাজারেরই সদরঘাট বাঁধের নীচে মনসা মন্দিরের সামনে বসেন মাছ বিক্রেতারা। তাঁদের পাশেই রয়েছে শৌচাগার। বহু বছর এই শৌচাগারটি সংস্কার না হওয়ায় দরজা ভেঙে গিয়েছে। ভেতরে নোংরা আবর্জনায় ভর্তি। তাই খুব বেশি প্রয়োজন না পড়লে ওই বাথরুম ব্যবহার করতে চান না ব্যবসায়ীরা। নিয়মিত পরিষ্কার না করায় তা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। ওই বাথরুমের পাশেই নোংরা আবর্জনা রাখার জন্য একটি ভ্যাট রয়েছে। অভিযোগ, সেটি নিয়মিত পরিষ্কার না করায় নোংরা আবর্জনা ভ্যাট উপচে রাস্তার মধ্যে পড়ে থাকছে। যার ফলে ওই চত্বরটি একেবারেই অস্বাস্থ্যকর হয়ে পড়েছে। এছাড়াও ওই মাছ ব্যবসায়ী এবং পাশের সব্জি ব্যবসায়ীদের বসার জায়গার মধ্যে দিয়ে একটি নিকাশি নালা গিয়েছে। তাতে নোংরা আবর্জনার পলি জমে রয়েছে। সেই জলে মশা, মাছি, পোকা কিলবিল করছে। তার পাশেই সব্জির পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। স্থানীয় মাছ ব্যবসায়ী আমিরন বিবি বলেন, শৌচাগার নিয়মিত পরিষ্কার না করায় আমাদের খুবই অসুবিধা হয়। খুব বেশি প্রয়োজন না পড়লে আমরা যাই না। পাশের নিকাশি নালাটিও খুব নোংরা অবস্থায় পড়ে রয়েছে। দুর্গন্ধে টেকা যায় না। তাই আমরা অবিলম্বে এই নিকাশি নালাটি পরিষ্কার করার পাশাপাশি শৌচাগারটিও পরিষ্কার করার দাবি জানাচ্ছি।
  • Link to this news (বর্তমান)