সংবাদদাতা, বিষ্ণুপুর: কমিশন কমানো, পলিসির হোল্ডারের বয়সসীমা কমানো, বিমারাশি বৃদ্ধি প্রভৃতি অভিযোগ তুলে সোমবার বিষ্ণুপুরে একটি বিমা সংস্থার এজেন্টরা অফিসের গেটে বিক্ষোভ দেখান। এদিন দুপুরে তাঁরা তাঁদের দাবি দাওয়া নিয়ে শ্লোগানও দেন।
বিমা সংস্থার এজেন্টদের সংগঠনের বিষ্ণুপুর শাখার সম্পাদক দেবাশিস লৌহ বলে, নতুন সার্কুলারে এজেন্টদের কমিশন কমানো হয়েছে। অনেক পলিসিতে বিমারাশি বাড়ানো হয়েছে। পলিসি হোল্ডারদের বয়সসীমাও কমানো হয়েছে। তাতে প্রিমিয়াম বেড়েছে। সাধারণ মানুষের পক্ষে তা চালানো মুশকিল। সবমিলিয়ে এজেন্টদের পক্ষে কাজ করা মুশকিল হয়ে পড়ছে। শুধু বিষ্ণুপুর শাখার অধীনে ১২০০জন এজেন্ট রয়েছে। রাজ্যজুড়ে কয়েক হাজার বেকার যুবক বিমা সংস্থার এজেন্টের কাজ করে সংসার প্রতিপালন করছেন। কিন্তু নতুন সার্কুলারে এজেন্টেরা ভীষণ সমস্যায় পড়বেন। সেজন্য আমরা আন্দোলনে নেমেছি। এদিন ওই বিমা সংস্থার আসানসোল ডিভিশনের অধীনস্থ সবক’টি শাখার গেটে বিক্ষোভ আন্দোলন হয়।