• সঙ্ঘের নির্বাচনে গণনার সময় কালীগঞ্জের জয়েন্ট বিডিওকে মারধরের অভিযোগ
    বর্তমান | ২৯ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: মহিলা স্বনির্ভর গোষ্ঠীর নির্বাচনের গণনার সময় কালীগঞ্জের জয়েন্ট বিডিওকে মারধরের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় কালীগঞ্জের গোবিন্দপুর এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। মারধর করার পাশাপাশি নির্বাচনের নথিপত্র ছিঁড়ে নেওয়া হয় বলে অভিযোগ। এব্যাপারে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগের তির তৃণমূলের কংগ্রেসের দিকে। যদিও শাসক দলের তরফ থেকে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে। কালীগঞ্জের বিডিও অঞ্জন চৌধুরী বলেন, হঠাৎ একদল লোক এসে জয়েন্ট বিডিওকে মারধর করে। সরকারি কর্মীর গায়ে হাত তোলা অপরাধ। থানায় অভিযোগ করা হয়েছে। 


    রবিবার নদীয়া জেলাজুড়ে সঙ্ঘের নির্বাচন ছিল। সেইমতো কালীগঞ্জের গোবিন্দপুর প্রি-প্রাইমারি স্কুলে ভোট গ্রহণ হচ্ছিল। অভিযোগ, সন্ধ্যার দিকে একদল দুষ্কৃতী ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে ঢুকে পড়ে। গণনার সময় জয়েন্ট বিডিওর উপর তারা চড়াও হয়। ভোটের বিভিন্ন নথিপত্র কেড়ে নেয়। 


    সিপিএম নেতা দেবাশিস আচার্য বলেন, তৃণমূলের দুষ্কৃতী বাহিনী ভোট লুট করার জন্য ঢুকেছিল। তারপর প্রশাসনের কর্মীদের মারধর করে। যদিও কালীগঞ্জের ব্লক তৃণমূল সভাপতি দেবব্রত মুখোপাধ্যায় বলেন, এই অভিযোগ ভিত্তিহীন। এই ঘটনায় আমাদের দলের কেউ জড়িত নেই। এই ঘটনার আমরা নিন্দা জানাচ্ছি। প্রশাসন যথাযথ ব্যবস্থা নিক।
  • Link to this news (বর্তমান)