সংবাদদাতা, ডোমকল: আবাস যোজনায় দুর্নীতি বন্ধ ও স্বচ্ছতার দাবিতে জলঙ্গির বিডিওকে স্মারকলিপি দিল সিপিএম। সোমবার দুপুরে তাঁরা জলঙ্গির বিডিও সুব্রত মল্লিকের হাতে ওই স্মারকলিপি তুলে দেন। জলঙ্গির প্রাক্তন সিপিএম বিধায়ক ইউনুস সরকার সহ সিপিএমের একাধিক ব্লক ও জেলা নেতৃত্ব এদিন বিডিও অফিসে গিয়ে ওই স্মারকলিপি জমা দেন । ইউনুস সাহেব বলেন, আমাদের তরফে মূলত তিনটি বিষয় বিডিও সাহেবের কাছে উপস্থাপন করা হয়েছে। প্রথমত আবাসের তালিকা যেন সুষ্ঠু ও সঠিকভাবে হয়। দ্বিতীয়ত আবাস যোজনার তালিকায় আরও স্বচ্ছতা নিয়ে আসতে হবে। তৃতীয়ত, যাঁরা ঘর পাওয়ার যোগ্য, অথচ তালিকায় নাম নেই, তাঁদের তালিকায় যুক্ত করার জন্য বিডিওর দৃষ্টি আকর্ষণ করেছি আমরা। জলঙ্গির বিডিও সুব্রত মল্লিক বলেন, তাঁদের দাবি খতিয়ে দেখা হবে।