• সাপের কামড়ে ছাত্রীর মৃত্যু
    বর্তমান | ২৯ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, বহরমপুর: মামার বাড়িতে ঘুমন্ত অবস্থায় সর্পাঘাতে মৃত্যু হল এক কিশোরীর। সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার নওদাপাড়া গ্রামে। উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে সেখানেই সোমবার ভোরে মৃত্যু হয়। ষষ্ঠ শ্রেণির মৃত ছাত্রীর নাম সাবিনা ইয়াসমিন (১২)। বাড়ি সাগরদিঘি থানার রতনপুর। পরিবার সূত্রে জানা গিয়েছে, ছোট থেকে মামার বাড়িতেই থাকত সাবিনা ইয়াসমিন। সেখানেই একটি স্কুলে পড়াশোনা করত। সোমবার রাতে রোজকার মতো দিদার সঙ্গে চৌকিতে ঘুমিয়েছিল। তবে মশারি টাঙানো ছিল না। রাত ১২টা নাগাদ সাপে ছোবল মারলে চিৎকার করে ওঠে। পাশে থাকা দিদা উঠে আলো জ্বেলে দেখেন একটি সাপ বেরিয়ে যাচ্ছে।  
  • Link to this news (বর্তমান)