• রঘুনাথগঞ্জে শ্মশান যাওয়ার রাস্তা থেকে জবরদখল সরানোর নির্দেশ  
    বর্তমান | ২৯ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, জঙ্গিপুর: রবিবার জঙ্গিপুরের রঘুনাথগঞ্জে ১৮ ও ২০ নম্বর ওয়ার্ডের শ্মশান যাওয়ার রাস্তা সংস্কার পরিদর্শনে যান পুরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম। পুরবোর্ডের বিরোধী দলনেতা সিপিএমের সুবীর রায় সহ পুরসভার আধিকারিকরা তাঁর সঙ্গে ছিলেন। তাঁরা গিয়ে দেখেন, রাস্তা দখল করে একাধিক দোকানপাট গড়ে উঠেছে। ফলে রাস্তা সরু হয়ে পড়েছে। প্রায়ই যানজট হয়। পথচারীদের দুর্ভোগ বাড়ছে। এরপরই চেয়ারম্যান সাতদিনের মধ্যে ওই এলাকার সরকারি জমিতে গড়ে ওঠা দোকানপাট ভেঙে ফেলার নির্দেশ দেন।


    পুরসভার চেয়ারম্যান বলেন, ব্যবসায়ীরা সাতদিনের মধ্যে দোকান ভেঙে না নিলে পুরসভাই ভেঙে দেবে। দখলদাররা সরে গেলে রাস্তা অনেকটাই চওড়া হবে।


    শ্মশান যাওয়ার রাস্তা সংস্কারের দাবিতে বহুদিন ধরে এলাকার মানুষ সরব হয়েছিলেন। কখনও পুরপ্রধানের কাছে লিখিত আবেদন জানানো হয়েছে, কখনও পথ অবরোধ করা হয়েছে। দীর্ঘ টালবাহানার পর অবশেষে ওই রাস্তার কাজ শুরু হয়। কিন্তু নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে স্থানীয়রা কাজ বন্ধ করে দেন। অভিযোগ পেয়ে কয়েকদিন আগে রাস্তার কাজ পরিদর্শনে গিয়ে অসন্তোষ প্রকাশ করেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। তিনি নিয়ম মেনে রাস্তার কাজ করার নির্দেশ দেন। বিধায়কের নির্দেশ পেয়ে পুরকর্তৃপক্ষ নড়েচড়ে বসে। এদিন পুরসভার চেয়ারম্যান ওই রাস্তার কাজ দেখতে যান।
  • Link to this news (বর্তমান)