কোর কমিটির সঙ্গে বৈঠক না করেই বিজয়া সম্মিলনি করায় প্রশ্ন কাজলের
বর্তমান | ২৯ অক্টোবর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: ‘কোর কমিটির সঙ্গে বৈঠক না করে দলের বিজয়া সম্মিলনী করা ঠিক হয়নি। মুখ্যমন্ত্রীর তৈরি করে দেওয়া কোর কমিটির বৈঠক কেন হচ্ছে না, তা বোধগম্য হচ্ছে না।’ সোমবার সিউড়িতে সংবাদ মাধ্যমের সামনে এই মন্তব্য করেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। বৈঠক না ডাকার জন্য কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরীর দিকে আঙুল তুললেন তিনি।
তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল কালীপুজোর পর ব্লকভিত্তিক কর্মিসভা করার কথা বলেছিলেন। তার আগে তিনি ব্লকে ব্লকে বিজয়া সম্মিলনী শুরু করে দেন। সেইমতো কবে, কোথাও সভা হবে তার তালিকা বোলপুর পার্টি অফিস থেকে দেওয়া হয়। সেই তালিকা বদল করে নতুন করে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেন জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী। তারপরেও কোনও সভামঞ্চে অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে একসঙ্গে দেখা যায়নি। এনিয়ে নানা প্রশ্নও ওঠে দলের অন্দরে।
এদিন সিউড়িতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কাজল বলেন, আগস্ট মাসের পর কোর কমিটির কোনও বৈঠক হয়নি। দিদি বলেছিলেন, তিন মহকুমায় প্রতি সপ্তাহে অন্তত একটা করে বৈঠক হবে। সেইমতো কর্মসূচি হবে। কিন্তু হঠাৎই জেলা কমিটির সোশ্যাল মিডিয়া পেজে দেখলাম, বিভিন্ন প্রান্তে বিজয়া সম্মিলনী হচ্ছে। আমি জানিই না অথচ নানুরের কঙ্কালীতলা অঞ্চলে বিজয়া সম্মিলনীর তারিখ ঘোষণা হয়ে গেল। কোর কমিটিকে নিয়ে কাজ করলে ভালো হয়। দিদি যদি বলেন কোর কমিটি জেলা চালাবে তাহলে তাই হবে। যাঁকে সঙ্গে নিয়ে চলতে বলবেন সেইভাবেই চলব। তিনি বলেন, রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দেয়।
এব্যাপারে কোর কমিটির আহ্বায়ক বিকাশবাবু কিছু বলতে রাজি হননি। তবে কেষ্ট ঘনিষ্ঠ নেতাদের দাবি, সবার সঙ্গে আলোচনা করেই তালিকা প্রকাশ করা হয়েছিল। এদিন সন্ধ্যায় কঙ্কালীতলা মন্দিরে গঙ্গা আরতি দেখতে আসেন অনুব্রত। তবে কোর কমিটি প্রসঙ্গে কোনও কথা বলতে চাননি তিনি।