সংবাদদাতা, বহরমপুর: ভীমরুলের কামড়ে মৃত্যু হল এক প্রৌঢ়ার। শনিবার দুপুরের ঘটনাটি নওদা থানার ঝাওবোনার। চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে রবিবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম আফিয়া বিবি (৫২)। প্রায় কুড়ি পঁচিশটি ভীমরুল একসঙ্গে আক্রমণ করেছিল বলে মৃতের পরিবারের দাবি।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে খাওয়ার পর উচ্ছিষ্ট খাবার বাড়ির পাশের জঙ্গলে ছুঁড়ে ফেলেন আফিয়া বিবি। একটি পথ কুকুর সেই উচ্ছিষ্ট খাবার খেতে ছুটে যেতেই ভীমরুলের চাক ভেঙে যায়। চাক ভাঙা ভীমরুল কুকুর ও আফিয়া বিবির উপর হামলা চালায়। মৃতের আত্মীয় সাদ্দাম হোসেন বলেন, প্রায় ২৫-৩০টি ভীমরুল শরীরে হুল ফোটায়। যন্ত্রনায় ছটফট করছিলেন। পরিবারের লোক তাঁকে চাদর চাপা দিয়ে উদ্ধার করেন। সঙ্গে সঙ্গে স্থানীয় আমতলা গ্রামীণ হাসপাতালে আনা হলে চিকিৎসক মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।